রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
আমেরিকার আহ্বান

গাজাবাসীর সুরক্ষায় ইসরাইলকে আরও বেশি কিছু করতে হবে

যাযাদি ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে এ কথা জানান তিনি। এদিকে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিস্নংকেন-ও গাজা যুদ্ধে অধিবাসীদের সুরক্ষায় ইসরাইলকে আরও বেশি কিছু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইল সাধারণ নাগরিকদের সুরক্ষার যে প্রতিশ্রম্নতি দিয়েছে, তার সঙ্গে মাঠ পর্যায়ের পরিস্থিতির ফারাক আছে। ইসরাইলের 'স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার'র সঙ্গে এক ফোন কলে বিস্নংকেন এই আহ্বান জানান। ইসরাইলের প্রতিশ্রম্নতি রক্ষায় অটল থাকা জরুরি বলেও তিনি মন্তব্য করেন। সংবাদসূত্র : বিবিসি, এএফপি

ইসরাইল বলেছে, গাজার লড়াইয়ে তারা প্রাণহানি কম রাখার জন্য পদক্ষেপ নিচ্ছে। কিন্তু গাজার বিভিন্ন স্থানে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের একের পর এক নিশানায় ইসরাইলের হামলায় বৃহস্পতিবার ৩৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর বাকি অধিবাসী গাজার যে সামান্য জায়গা নিরাপদ আছে, সেখানে আশ্রয় পাওয়ার জন্য সংগ্রাম করছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার 'অতীব প্রয়োজনীয়তার' কথা উলেস্নখ করেছেন বলে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট বাইডেন ইসরাইলকে 'হামাস থেকে বেসামরিক নাগরিকদের আলাদা করার পাশাপাশি সংঘর্ষ চলছে এমন এলাকা থেকে জনগণকে নিরাপদে সরে যেতে দেওয়ার' প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, 'প্রেসিডেন্ট গাজায় মানবিক সাহায্যের ক্রমাগত এবং টেকসই প্রবাহের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। প্রয়োজনীয় চাহিদা পূরণ নিশ্চিত করতে জ্বালানি সরবরাহের মাত্রা বাড়ানোর জন্য সম্প্রতি ইসরাইল যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিকেও স্বাগত জানিয়েছেন তিনি। তবে তিনি জোর দিয়ে বলেছেন, গাজাজুড়ে আরও অনেক বেশি সহায়তা জরুরিভাবে প্রয়োজন।'

হোয়াইট হাউস বলেছে, 'প্রেসিডেন্ট গাজায় থাকা বন্দিদের জন্য তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হামাসের হাতে আটক বন্দিদের 'ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস' (আইসিআরসি)-এর হাতে তুলে দিতে হবে বলেও পুনর্ব্যক্ত করেছেন তিনি।'

এদিকে, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুলস্নাহর সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন জো বাইডেন। সেই ফোন কলে মার্কিন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট 'গাজার বেসামরিক নাগরিকদের জীবন রক্ষাকারী মানবিক সহায়তার বর্ধিত, টেকসই বিতরণের বিষয়ে তার প্রতিশ্রম্নতি পুনর্ব্যক্ত করার পাশাপাশি এই প্রচেষ্টায় জর্ডানের গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের জন্য বাদশাহকে ধন্যবাদ জানান।' হোয়াইট হাউস বলেছে, 'প্রেসিডেন্ট ও বাদশাহ আবদুলস্নাহ মধ্যপ্রাচ্যে টেকসই ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আবহ তৈরি করতে একসঙ্গে এবং অন্যান্য আঞ্চলিক অংশীদারের সঙ্গে কাজ করার প্রতিশ্রম্নতি ব্যক্ত করেছেন।'

এখন গাজার দক্ষিণের নগরী খান ইউনিসে প্রচন্ড লড়াই চলছে। গাজায় যুদ্ধের শুরুর সময় ইসরাইল উত্তরের লোকজনকে এই নগরীতেই সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এখন সেখানেও লড়াই ছড়িয়ে পড়েছে। ওদিকে, উত্তর গাজায়ও লড়াই থেমে নেই। সেখানকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের ট্যাংক থেকে গোলা হামলা চলছে বলে জানিয়েছেন স্থানীয় এক সাংবাদিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে