সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

ইউক্রেনের ৯ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

যাযাদি ডেস্ক
  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
ইউক্রেনের ৯ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

রাশিয়ার বেলগোরোদ সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ছোড়া ৯টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মস্কো। এর কয়েক ঘণ্টা আগেই রাশিয়া ইউক্রেনে একসঙ্গে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছোড়ে।

রাশিয়ান সেনাবাহিনীর ভাষ্য, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে বেলগোরোদ অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এরপর তারা অন্যান্য অঞ্চলে একই ধরনের আরও পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এগুলো ছিল 'ভিলখা' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

কয়েক মাস ধরেই বেলগোরোদ ইউক্রেনের লক্ষ্যবস্তু হয়ে আছে। গত সপ্তাহে সেখানে এক হামলায় ২৫ জন নিহত হয়েছেন।

বেলগোরোদের গভর্নর বলেন, ইউক্রেন সীমান্তবর্তী গ্রামগুলোতে গোলাবর্ষণ করেছে। পাশাপাশি ড্রোন দিয়েও হামলা চালাচ্ছে। এতে একজন নারী আহত হয়েছেন।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন গত সোমবার ইউক্রেনের ওপর হামলা জোরদার করার অঙ্গীকার করেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৪ সালে বিপুল অস্ত্রশস্ত্র ব্যবহার করে রুশ বাহিনীর বিরুদ্ধে বদলা নেওয়ার শপথ নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে