মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আবার মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
আবার মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
অ্যান্টনি বিস্নংকেন

ইসরাইল-হামাস সংঘাতের মধ্যেই ফের মধ্যপ্রাচ্যে সফরে গেছেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিস্নংকেন। তিনি বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে সফরের জন্য আমেরিকা ছেড়েছেন। এই সফরে তিনি ইসরাইলেও যাবেন

বলে শীর্ষ এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করা শর্তে ওই মার্কিন কর্মকর্তা জানান, ইসরাইল ও হিজবুলস্নাহর মধ্যে উত্তেজনা প্রশমিত করার জন্য বিস্নংকেনের সঙ্গে ইসরাইল সফর করবেন মার্কিন কূটনৈতিক দূত আমোস হোচস্টেইন। তবে এ বিষয়ে কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি।

ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরাইল এবং বেশ কয়েকটি দেশে সফর করেছেন এই শীর্ষ মার্কিন কূটনীতিক।

সাম্প্রতিক সময়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইসরাইল ও হামাসের মধ্যকার

সংঘাত বন্ধের কোনো লক্ষণ দেখা যায়নি। বরং দুই পক্ষের সংঘাত

আরও বাড়ছে।

গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরাইল। প্রায় তিন মাস ধরে চলা এই সংঘাতে ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে