সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

লেবাননে যুদ্ধ হলে কোনো নিয়মনীতি মানা হবে না :হিজবুলস্নাহ

যাযাদি ডেস্ক
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
লেবাননে যুদ্ধ হলে কোনো নিয়মনীতি মানা হবে না :হিজবুলস্নাহ

লেবাননে যুদ্ধ হলে কোনো নিয়মনীতি মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুলস্নাহ। সংস্থাটির মহাসচিব হাসান নাসরালস্নাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার দেশের মাটিতে হামাস নেতা সালেহ আল-আরৌরিকে যারা হত্যা করেছে, তারা শাস্তি পাবে। তথ্যসূত্র : আল-জাজিরা

লেবাননের রাজধানী বৈরুতে গত মঙ্গলবার রাতে এক ড্রোন হামলায় নিহত হন সালেহ আরৌরি। এরপর বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এসব কথা বলেন নাসরালস্নাহ।

ভাষণে তিনি সালেহ আল-আরৌরি ও তার পাঁচ সহকর্মীর পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানান। আরৌরিকে 'ভাই' ও একজন 'মহান কমান্ডার' উলেস্নখ করে তিনি এটিকে লেবাননের ভূমিতে ইহুদিবাদী ইসরাইলের 'নির্লজ্জ হামলা' বলে বর্ণনা করেন। তিনি বলেন, আরৌরির হত্যাকারীদের শাস্তি দেওয়া হবে।

হিজবুলস্নাহ নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গাজা যুদ্ধের অজুহাতে লেবাননের মাটিতে সরাসরি যে কোনো হামলার কঠোর শাস্তি দেওয়া হবে। বলেন, 'শত্রম্ন যদি লেবাননের ভূমিতে যুদ্ধ করতে চায়, তাহলে আমরা কোনো নিয়মনীতির তোয়াক্কা করব না। সে ক্ষেত্রে ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে