মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বোয়িংয়ের ১৭১টি বিমান 'গ্রাউন্ডেড' করার নির্দেশ কর্তৃপক্ষের

যাযাদি ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
বোয়িংয়ের ১৭১টি বিমান 'গ্রাউন্ডেড' করার নির্দেশ কর্তৃপক্ষের

মাঝ আকাশে আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দরোজা খুলে পড়ার পর জরুরি অবতরণে বাধ্য হওয়ার পর আমেরিকার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা দ্য ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের বোয়িং কোম্পানির উড়োজাহাজকে গ্রাউন্ডেড করার নির্দেশ দিয়েছে। সংস্থাটি বলছে, এই নির্দেশ ১৭১টি বোয়িং বিমানের ওপর কার্যকর হবে। গত শুক্রবার আলাস্কা এয়ারলাইন্সের বিমানটি আমেরিকার অরেগনে উড্ডয়নের পরপরই জরুরি অবতরণে বাধ্য হয়। তথ্যসূত্র : বিবিসি

ইউনাইটেড এয়ারলাইন্স বলছে এফএএ'র নির্দেশনা অনুযায়ী তারা এ ধরনের ৭৯টি বিমানের পরিদর্শন সম্পন্ন করেছে। পরে সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ৬০টির মতো ফ্লাইট বাতিলের পর কিছু বিমানকে সেবাদান থেকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে এফএএ বলেছে, আমেরিকায় কোন্‌ এয়ারলাইন কোম্পানি পরিচালনা করে বা মার্কিন ভূখন্ডে ব্যবহৃত হয়, বোয়িং কোম্পানির এমন কিছু নির্দিষ্ট ধরনের বিমান সাময়িকভাবে গ্রাউন্ডেড করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা তখন জানিয়েছিল, প্রতিটি বিমান পরিদর্শনের জন্য চার থেকে আট ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

ওই দিকে, ব্রিটিশ সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) নিশ্চিত করেছে, এই মডেলের কোনো বিমান দেশটিতে নিবন্ধিত নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে