বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দিলিস্নতে শিক্ষার্থীদের জন্য শীতের ছুটি বাড়ল

যাযাদি ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
দিলিস্নতে শিক্ষার্থীদের জন্য শীতের ছুটি বাড়ল

শিক্ষার্থীদের জন্য শীতের ছুটি বাড়িয়েছে দিলিস্ন সরকার। তীব্র শীতের কারণে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত নার্সারি থেকে পঞ্চম শ্রেণির ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। দিলিস্নর শিক্ষামন্ত্রী অতিশি মারলেনা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, নার্সারি থেকে

পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের

ছুটি আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে।

এক দিন আগেই দিলিস্ন সরকার তীব্র শীত এবং ভারতের আবহাওয়া দপ্তরের হলুদ সতর্কতার কারণে সরকারি-সহায়তাপ্রাপ্ত ও অনুদানপ্রাপ্ত স্বীকৃত বেসরকারি স্কুলগুলোতে শীতকালীন ছুটি ১০ জানুয়ারি

পর্যন্ত বাড়িয়েছে।

ওই ঘোষণার কয়েক ঘণ্টা পরই তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়। এরপরই রোববার সকালে দিলিস্নর শিক্ষামন্ত্রী ছুটির নতুন ঘোষণা দেন।

দিলিস্ন ও রাজস্থানের পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চল, হরিয়ানা এবং পাঞ্জাবে এবার হাড় কাপানো শীত পড়েছে। আগের বছরগুলোর তুলনায় এ বছর তাপমাত্রার পারদ অনেকটাই কম।

ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) তথ্য অনুসারে, পাঞ্জাব ও হরিয়ানার বেশিরভাগ স্থানেই এখন তাপমাত্রা ৯-১২ ডিগ্রির মধ্যে বিরাজ করছে। এ ছাড়া উত্তর রাজস্থান, দিলিস্ন, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশে এবং উত্তর প্রদেশের কিছু অংশে তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি পর্যন্ত রেকর্ড হয়েছে। তথ্যসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে