মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইসরাইলিদের আস্থা হারাচ্ছেন নেতানিয়াহু : জরিপ

যাযাদি ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
বেনিয়ামিন নেতানিয়াহু

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলি বাহিনীর চলমান সংঘাতের মধ্যেই নিজ দেশে জনপ্রিয়তা হারাতে শুরু করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের এক জরিপে জানানো হয়েছে, ৬৪ শতাংশ ইসরাইলি বিশ্বাস করেন, গাজার সংঘাতে নেতানিয়াহু তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেননি। তিন মাসের বেশি সময় ধরে ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত চলছে। তথ্যসূত্র : পার্স টুডে, টাইমস অব ইসরাইল

অপর একটি জরিপে দেখা গেছে, ৪৬ শতাংশ মানুষ মনে করে যে, ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তোজ সরকার পরিচালনার ক্ষেত্রে নেতানিয়াহুর চেয়ে বেশি যোগ্য। তবে ২৫ শতাংশ মানুষ এখনো নেতানিয়াহুকেই যোগ্য নেতা হিসেবেই পছন্দ করেন। ওই জরিপ বলছে, এখন যদি ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে গান্তোজের দল ৩৩ আসনে জয়ী হবে এবং নেতানিয়াহুর লিকুদ পার্টি জয়ী হবে মাত্র ২০টি আসনে।

গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। সে সময় প্রায় ২৫০ জন ইসরাইলি নাগরিককে জিম্মি হিসেবে অপহরণ করা হয়। এখনো শতাধিক জিম্মি হামাসের হাতে আটক রয়েছেন। তাদের মুক্তির বিষয়ে নেতানিয়াহু সরকার তেমন কিছুই করছে না। বরং ইসরাইলি বাহিনী গাজায় হামলা আরও বাড়িয়েছে।

জিম্মিদের মুক্ত করতে না পারার কারণে ইসরাইলের অভ্যন্তরেই নেতানিয়াহুর প্রতি ক্ষোভ বেড়েছে। এর ফলে নিজ দেশেই জনপ্রিয়তা হারাচ্ছেন তিনি। সম্প্রতি কয়েক দফায় নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে দেশজুড়ে বিক্ষোভও হয়েছে।

এদিকে, গাজায় ইসরাইলি আগ্রাসনের কারণে এরই মধ্যে ভূখন্ডটির অর্থনৈতিক ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে। ইসরাইলি দৈনিক 'ইয়েদিয়ুৎ অহরোনুৎ' এক প্রতিবেদনে বলেছে, এত বিশাল ব্যয়ের পরও ইসরাইল গাজা যুদ্ধে তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।

চলমান গাজা আগ্রাসনে সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের নৃশংস অপরাধ তীব্রতর হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বিশ্বের প্রায় সব দেশে ইসরাইলের বিরুদ্ধে গণবিক্ষোভ ব্যাপক বেড়েছে। এছাড়া ইসরাইলি পণ্য বর্জন করার আন্দোলনও তীব্রতর হয়েছে। ইসরাইলের সহযোগী সংস্থাগুলোর পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলকে যারা সমর্থন করে, সেইসব কোম্পানির পণ্যও বর্জন করার হিড়িক পড়ে গেছে।

ইসরাইলি সরকারের বিরোধী দলীয় প্রধান ইয়ার লাপিদ সম্প্রতি বর্তমান যুদ্ধ মন্ত্রিসভার মধ্যকার দ্বন্দ্ব সম্পর্কে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর দ্বন্দ্বপূর্ণ মন্ত্রিসভা ইসরাইলি স্বার্থের অনুকূলে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না। অবৈধ সরকারের ক্যাবিনেট বৈঠকে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী বেন গাভির এবং ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি ও বর্তমান যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজের মধ্যে প্রচন্ড রকমের বাগ্‌যুদ্ধের ঘটনাও ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে