শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে আবারও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

যাযাদি ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
ইউক্রেনে আবারও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ইউক্রেনে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার স্থানীয় সময় ভোররাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। কয়েকটি হামলায় মস্কো তার সবচেয়ে ভয়ংকর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তথ্যসূত্র : রয়টার্স

আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনজুড়ে অন্তত পাঁচটি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করেছে কিনা, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেনীয় বিমান বাহিনী। কর্মকর্তারা স্বাভাবিকের তুলনায় নতুন এই হামলা সম্পর্কে অনেক কম তথ্য প্রকাশ করেছে।

হামলার সময় ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করেছিল যে, রাশিয়া কিনজাল ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০গুণ বেশি দ্রম্নতগতিতে ছুটতে পারে।

চেরনিহিভের উত্তরাঞ্চলের পুলিশ ভূপাতিত রুশ ক্ষেপণাস্ত্রের ফলে সৃষ্ট একটি বড় গর্তের ছবি টেলিগ্রামে পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, 'শত্রম্নর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতের ফলে বেশ কয়েকটি ব্যক্তিগত বাড়ি ও অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি ভবন ধ্বংস হয়ে গেছে। একটি কুকুর মারা গেলেও কোনো মানুষ আহত হয়নি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে