বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তান সীমান্তে গুপ্তহত্যার শিকার ইরানি কর্নেল

যাযাদি ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
কর্নেল হোসেইন আলি জাওয়ানফার

পাকিস্তান-ইরান সীমান্তে গুপ্তহত্যার শিকার হয়েছেন ইরানের ইসলামি বিপস্নবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক কর্নেল। তার নাম হোসেইন আলি জাওয়ানফার।

আইআরজিসি'র কুদস ঘাঁটি এক বিবৃতিতে বলেছে, কর্নেল হোসেইন আলি জাওয়ানফার পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তানের রাজধানী খাশ ও জাহেদানের সংযোগ সড়কে বুধবার সশস্ত্র আততায়ীদের হাতে তার দুই রক্ষীসহ গুপ্তহত্যার শিকার হন। বিবৃতিতে জাওয়ানফারকে আইআরজিসির সাংস্কৃতিক বিশেষজ্ঞ উলেস্নখ করে বলা হয়েছে, এই বাহিনীর সাংস্কৃতিক কর্মকান্ড এবং বিভিন্ন প্রকল্প পরিদর্শন করতে কর্নেল জাওয়ানফার প্রদেশের সারাভান কাউন্টি সফরে গিয়েছিলেন।

বুধবার গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠী জইশ আল-আদল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। তথ্যসূত্র : আনাদলু

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে