শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ফের মার্কিন হামলা

পশ্চিমা হামলা সুবিধা করে দিচ্ছে হুতিদেরই!

যাযাদি ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
পশ্চিমা হামলা সুবিধা করে দিচ্ছে হুতিদেরই!

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর চতুর্থ দফা হামলা চালিয়েছে আমেরিকা। বুধবার রাতে পেন্টাগন কর্মকর্তারা এই হামলার কথা নিশ্চিত করেছেন। লোহিত সাগর অঞ্চলে মার্কিন পরিচালনাধীন দ্বিতীয় আরেকটি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা, এর প্রতিক্রিয়ায় তাদের লক্ষ্যস্থলে নতুন করে আঘাত হেনেছে মার্কিন সামরিক বাহিনী। এ নিয়ে চলতি সপ্তাহে মার্কিন পরিচালনাধীন জাহাজে দ্বিতীয়বারের মতো হামলা চালাল ইরান সমর্থিত হুতিরা। এর আগে অবশ্য ইরানপন্থি এই সশস্ত্র গোষ্ঠীকে আবারও 'বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন' হিসেবে ঘোষণা দেয় ওয়াশিংটন। এদিকে বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা হামলা সুবিধা করে দিচ্ছে হুতিদেরই। তথ্যসূত্র : রয়টার্স, বিবিসি

আমেরিকা বলেছে, লোহিত সাগরে জাহাজে হামলা চালানো হতে পারে, এমন ১৪টি হুতি স্থাপনায় হামলা চালানো হয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেছেন, এই পদক্ষেপ লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে চলমান হামলার প্রতিক্রিয়া হিসেবে ছিল। তবে বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করছে, যুক্তরাজ্য ও আমেরিকা যৌথভাবে যেভাবে ইয়েমেনে হামলা চালাচ্ছে, তাতে লাভবাস হচ্ছে হুতিই। ইরানের মদতপুষ্ট এই বিদ্রোহীরা দেশের মানুষকে অনেক দিন ধরেই বোঝানোর চেষ্টা করছে, তারা আমেরিকা, ইসরাইলের মতো শক্তিগুলোর সঙ্গে লড়াই চালাচ্ছে। আমেরিকার সরাসরি হামলা এটিরই প্রমাণ দিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে