শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
স্বীকার বাইডেনের

হুতিদের আক্রমণ বন্ধ করতে পারেনি মার্কিন হামলা

আরেকটি মার্কিন জাহাজে হামলার পর পাল্টা হামলা আমেরিকার
যাযাদি ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর মার্কিন হামলা, লোহিত সাগরে আক্রমণ বন্ধ করতে পারেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি। এ সময় গোষ্ঠীটির ওপর মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন বাইডেন। তথ্যসূত্র : বিবিসি

লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট সব জাহাজকে মূলত লক্ষ্যবস্ত করছে হুতিরা। এর জেরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানে দফায় দফায় হামলা চালাচ্ছে আমেরিকা। এর মধ্যেই ইয়েমেনের হুতিরা ফের আমেরিকার মালিকানাধীন একটি ট্যাংকার জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতে ট্যাংকারটি লক্ষ্য করে দুটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে সেগুলো জাহাজটির কাছাকাছি পানিতে পড়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সামাজিক মাধ্যম 'এক্স'-এ করা এক পোস্টে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইয়েমেনের স্থানীয় সময় রাত ৯টায় ঘটনাটি ঘটে। হুতিরাও হামলার দায় স্বীকার করে বলেছে, তারা নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে 'চেম রেঞ্জার' নামে জাহাজটিকে লক্ষ্যস্থল করেছে এবং সেটিতে 'সরাসরি আঘাত' লেগেছে। এরপর ইয়েমেনে পঞ্চম দফা হামলা চালায় আমেরিকা।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি সাংবাদিকদের বলেছেন, মার্কিন বাহিনী 'হুতিদের ক্ষেপণাস্ত্রের একটি অংশ ধ্বংস করে দিয়েছে' যেগুলো লোহিত সাগরের দিকে গোষ্ঠীটি নিক্ষেপ করত। তিনি বলেন, বুধ ও বৃহস্পতিবার আবারও সেখানে আমেরিকান হামলা হয়েছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, হুতি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা আসলে কোনো কাজ করছে কিনা। জবাবে বাইডেন বলেন, 'আচ্ছা, আপনি যখন বলছেন (হামলা) কাজ করছে কিনা; তখন আমি বলব, হামলা কি হুতিদের থামিয়ে দিচ্ছে? উত্তর হচ্ছে না।' মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, 'মার্কিন হামলা কি চলতে থাকবে? উত্তর হচ্ছে- হ্যাঁ।'

এদিকে, মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের তত্ত্বাবধায়নকারী ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার তারা 'দুটি হুতি-বিরোধী ক্ষেপণাস্ত্রের ওপর হামলা চালিয়েছে, যেগুলো দক্ষিণ লোহিত সাগরকে লক্ষ্য করে উৎক্ষেপণের জন্য প্রস্তত করা হচ্ছিল।' এতে আরও বলা হয়েছে, স্থানীয় সময় বিকাল পৌনে ৪টায় 'ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত করে' এবং এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য এটিকে আসন্ন হুমকি বলে নির্ধারণ করে। পরে মার্কিন বাহিনী আত্মরক্ষায় ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করে ধ্বংস করে।

আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং পরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, 'আমরা যুদ্ধ চাই না। আমরা হুতিদের সঙ্গে যুদ্ধ করছি না। আমরা যে পদক্ষেপ নিচ্ছি, তা প্রতিরক্ষামূলক প্রকৃতির।'

প্রসঙ্গত, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি হয়েছে। ওই অঞ্চলে আমেরিকার অন্যতম বিরোধী ইরানের মিত্ররাও লেবানন, সিরিয়া ও ইরাক থেকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানানোয় এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর মাঝেই হুতিদের সঙ্গে আমেরিকাসহ পশ্চিমা জোটের হামলা-পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে