বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ১০ বেসামরিক

যাযাদি ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ১০ বেসামরিক

সিরিয়ায় বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের চারজন নারী এবং সবাই বেসামরিক নাগরিক। প্রতিবেশী দেশ জর্ডান এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তথ্যসূত্র : আল-জাজিরা

স্থানীয় মিডিয়া অনুসারে, দক্ষিণ-পূর্ব সিরিয়ার সুইদা প্রদেশের আরমান ও মালহ শহরকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় আনুমানিক ১০ বেসামরিক লোক নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলার পেছনে জর্ডানের বাহিনী রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও জর্ডানের সরকার এখনো তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেনি।

'সুইদা ২৪' নামের শহরভিত্তিক একটি 'নিউজ পস্ন্যাটফর্ম' বলেছে, যুদ্ধবিমানগুলো স্থানীয় সময় মধ্যরাতের পর আবাসিক এলাকায় একযোগে হামলা চালায়। মালহে হামলায় কিছু ঘরবাড়ির মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আর আরমানে দ্বিতীয় হামলায় অবশ্য দু'টি বাড়ি ধসে পড়ে এবং অন্তত ১০ জন বেসামরিক লোক নিহত হয়। নিহতদের মধ্যে চারজন নারী এবং দু'জন মেয়ে শিশু রয়েছে, যাদের বয়স পাঁচ বছরের কম।

অস্ত্র ও মাদক চোরাচালান কার্যক্রম ব্যাহত করার প্রয়াসে জর্ডান সিরিয়ায় এর আগেও অভিযান চালিয়েছে বলে মনে করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে