শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ঘুষ নিয়ে ভিসা : সাবেক মন্ত্রী গ্রেপ্তার পোল্যান্ডে

যাযাদি ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
ঘুষ নিয়ে ভিসা : সাবেক মন্ত্রী গ্রেপ্তার পোল্যান্ডে

অর্থের বিনিময়ে ভিসা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পোল্যান্ডের সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রীকে। বুধবার দেশটির কেন্দ্রীয় দুর্নীতি দমন বু্যরো (সিবিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির নতুন ইউরোপপন্থি সরকার আগের প্রশাসনের অন্যায় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় সাবেক এই উপ-পররাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর এক বিবৃতিতে সিবিএ জানিয়েছে, এই রাজনীতিবিদের বিরুদ্ধে আর্থিক লেনদেন, অর্থাৎ ঘুষের বিনিময়ে বসবাসের অনুমতি বা রেসিডেন্স পারমিট ইসু্যর নিশ্চয়তা দেওয়া এবং পারমিট ইসু্য করার প্রক্রিয়ায় অন্যায়ভাবে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।

তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে