বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন জেলেনস্কি, তবে..

যাযাদি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিয়েভে আমন্ত্রণ জানিয়েছেন। তবে একটি শর্ত রয়েছে। আর শর্তটি হলো, ট্রাম্পকে ২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধ শেষ করতে হবে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে সক্ষম হলে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে রাজধানী কিয়েভে স্বাগত জানাবেন তিনি।

এর আগে একবার ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রম্নতি দিয়েছিলেন। তখন ট্রাম্প গর্ব করে বলেছিলেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হলে ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনকে একটি মীমাংসা করতে সম্মত করিয়ে অবিলম্বে যুদ্ধের অবসান ঘটাতে পারতেন। তিনি জোর দিয়ে বলেছিলেন, উভয় নেতার সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যের সম্প্রচারকারী 'চ্যানেল ফোর নিউজ'র প্রচারিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, 'অবশ্যই। ডোনাল্ড ট্রাম্প, আমি আপনাকে ইউক্রেনে, কিয়েভে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যদি ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারেন, তবে আমি মনে করি, আপনি যে কোনো দিন কিয়েভে আসতে পারেন।'

জেলেনস্কি আরও বলেন, ট্রাম্পের যদি যুদ্ধ শেষ করার জন্য একটি 'ফর্মুলা' থাকে, তবে তিনি জানতে চান- সেটা কী। তথ্যসূত্র : পলিটিকো

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে