বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজায় গণহত্যার বিষয়ে আইসিজের আদেশ আজ

যাযাদি ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
গাজায় গণহত্যার বিষয়ে আইসিজের আদেশ আজ

গাজায় ইসরাইলের সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধের জন্য অস্থায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে আজ (শুক্রবার) রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সংস্থাটির 'এক্স' অ্যাকাউন্টে বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্যসূত্র : রয়টার্স

আইসিজেতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে মামলা করা হয়। সেখানে তেল আবিবের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনে দেশটি।

রায়ে জরুরি আদেশ দিয়ে এই ধ্বংসলীলা থামানোর প্রত্যাশা করছে দক্ষিণ আফ্রিকা।

মামলার শুনানি শুরু হয় গত ১১ জানুয়ারি। যদিও ইসরাইলের পক্ষ থেকে এই অভিযোগকে প্রত্যাখ্যান করা হয়েছে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, দক্ষিণ আফ্রিকা 'ইসরাইলকে ধ্বংসের' আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে তাদের গণহত্যার দাবির 'বাস্তব ও আইনগত ভিত্তি' উভয়ই নেই বলে মন্তব্য করেছে জায়নবাদী ভূখন্ডটির। যদিও গাজায় সামরিক হামলাকে প্রথম থেকেই 'যৌক্তিক' বলে দাবি করে আসছে ইসরাইল।

১৯৪৮ সালে গণহত্যার বিরুদ্ধে যে কনভেনশন হয়েছে, সেটির স্বাক্ষরকারী ইসরাইল। এতে গণহত্যাকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোকে এটি প্রতিরোধে বাধ্য করার কথা বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে