বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সু চির বাড়ির মূল্য ৯ কোটি ডলার

যাযাদি ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
সু চির বাড়ির মূল্য ৯ কোটি ডলার

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ১৫ বছর যেখানে গৃহবন্দি ছিলেন সেই বাড়িটি নিলামে তুলেছে দেশটির আদালত। বাড়িটির দর নিলামের ভিত্তিমূল্য হিসাবে ৯ কোটি ডলার বলে ঘোষণা করা হয়েছে। ২০ মার্চ এর নিলাম হবে।

এর আগের সামরিক শাসনামলে ১৯৮৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ২১ বছরের মধ্যে ১৫ বছর গৃহবন্দি অবস্থায় কাটাতে হয়েছিল সু চিকে। ইয়াঙ্গুনের লেকসাইড ভিলার যে বাড়িতে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল, সেই সম্পত্তিটির মালিকানা নিয়ে বড় ভাইয়ের সঙ্গে কয়েক দশকের পারিবারিক বিরোধ ছিল সু চির। ২০০০ সালে সু চি গৃহবন্দি থাকাকালে বড় ভাই উ অং সান উ বাড়ির মালিকানা দাবি করে তার বিরুদ্ধে মামলা করেছিলেন।

২০১৬ সালে ইয়াঙ্গুনের একটি আদালত বাড়িটির দোতলা ভবন এবং অর্ধেক জমির মালিক অং সান সু চির এবং আরেকটি ভবন ও বাকি অর্ধেক জমির মালিক তার ভাইয়ের বলে রায় দেয়। ২০১৯ সালের জানুয়ারিতে ইউ অং সান উ সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। জান্তা নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট বুধবার তার পক্ষে রায় দিয়েছে। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে