বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্ষুধায় মারা যাওয়া মানুষরা 'ইডিয়ট'!

যাযাদি ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
ক্ষুধায় মারা যাওয়া মানুষরা 'ইডিয়ট'!

ক্ষুধায় মারা যাওয়া মানুষদের

'ইডিয়ট' বলে আখ্যায়িত করেছেন

পূর্ব আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশ উগান্ডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হেনরি ওকেলো ওরিয়েম। তার দাবি, উগান্ডায় অনুকূল জলবায়ু এবং উর্বর জমি রয়েছে। আর তাই ক্ষুধায় মারা যাওয়া মানুষেরা 'বেকুব'। অবশ্য এই মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছেন ওকেলো ওরিয়েম। মন্ত্রীর এই মন্তব্যে দেশটিতে ক্ষোভের

সৃষ্টি হয়েছে।

২০২২ সালে উত্তর-পূর্ব উগান্ডায় ২২০০ জনের বেশি মানুষ অনাহারে এবং ক্ষুধা-সম্পর্কিত অসুস্থতায় মারা গেছেন বলে সরকারি মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে। কিন্তু ওরিয়েম যুক্তি খাড়া করে বলেছেন, উগান্ডার অনুকূল জলবায়ু ও উর্বর জমির কারণে মানুষকে নিজের জন্য খাদ্য উৎপাদন করতে পারা উচিত।

টেলিভিশন চ্যানেল 'এনটিভি উগান্ডা'কে দেশটির এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'ওই ব্যক্তি কেবল একজন বোকা, সত্যিকারের

বোকা, যে উগান্ডায় ক্ষুধায় মারা যেতে পারেন।'

তার ভাষায়, 'আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে আপনার জন্য উগান্ডায় জমি আছে। জলবায়ু পরিবর্তন সত্ত্বেও জলবায়ু ঠিক আছে। আপনি যদি সকালে বের হয়ে দ্বিগুণ প্রচেষ্টা চালান, চাষের জন্য জমি প্রস্তুত করেন এবং সঠিকভাবে বীজ রোপণ করেন এবং শেষে নিজের গাছের রক্ষণাবেক্ষণ করেন, তাহলে নিশ্চয়ই কেউ একজন তার খাদ্য জোগাতে ব্যর্থ হয় কী করে?'

তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে