বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বোমা হামলাকারীর হদিস মিলল ৪৯ বছর পর!

যাযাদি ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
বোমা হামলাকারীর হদিস মিলল ৪৯ বছর পর!

বোমা হামলাকারীর সন্ধান চেয়ে বছরের পর বছর জাপানের পুলিশ স্টেশনের বাইরে ঝুলেছে সাতোশি কিরিশিমার হাস্যোজ্জ্বল মুখের পোস্টার, যার সন্ধান মিলছে প্রায় পাঁচ দশক পর।

সম্প্রতি টোকিওর কাছে একটি হাসপাতালে এক রোগী ভর্তি হন। ভর্তির সময় অন্য নাম দিলেও ওই ব্যক্তি নিজের নাম পরে কিরিশিমা বলে দাবি করেন। এরপরই তৎপর হয় সেখানকার পুলিশ।

কর্তৃপক্ষ মনে করছে, তারা হয়তো সত্তরের দশকের সেই হামলাকারীকে পেয়ে গেছে। কিরিশিমার দাবির পর তার ডিএনএ টেস্টের উদ্যোগ নিয়েছে

পুলিশ। এরপরই জানা যাবে, পুলিশের খাতায় থাকা কিরিশিমা আসলে ওই ব্যক্তিই কিনা।

সাতোশি কিরিশিমা ছিলেন চরমপন্থী দল 'ইস্ট এশিয়া অ্যান্টি-জাপান আর্মড ফ্রন্টের' সদস্য। রাজধানী টোকিরও বিভিন্ন কোম্পানিতে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে প্রাণঘাতী বোমা হামলার সঙ্গে বামপন্থী এ দলটির সংশ্লিষ্টতা পায় পুলিশ। ১৯৭৪ সালে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরেও হামলা চালানো হয়। এতে আটজন নিহত হন। তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে