বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

চীন ও থাইল্যান্ডের মধ্যে ভিসামুক্ত সুবিধা চালু

যাযাদি ডেস্ক
  ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
চীন ও থাইল্যান্ডের মধ্যে ভিসামুক্ত সুবিধা চালু

করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত ভ্রমণ ও পর্যটন খাতকে চাঙ্গা করতে চীন ও থাইল্যান্ড নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করেছে। একে অপরের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালুর বিষয়ে রোববার দ্বিপক্ষীয় একটি চুক্তিতে স্বাক্ষর করেছে উভয় দেশ।

ব্যাংককে এক বৈঠকে দ্বিপক্ষীয় ভিসামুক্ত প্রবেশের চুক্তিতে স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রিবাহিদধা-নুকারা ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আগামী ১ মার্চ থেকে এই চুক্তি কার্যকর হবে। এর ফলে চীন-থাইল্যান্ডের নাগরিকরা ভিসা ছাড়াই পরস্পরের দেশে প্রবেশ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষরের পর ব্যাংককে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, 'এই ভিসামুক্ত যুগ উভয় দেশের মানুষে মানুষে বিনিময়কে নতুন উচ্চতায় নিয়ে যাবে।'

তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে