শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
ইসরাইলি আগ্রাসন

গাজায় নিহত ২৭ হাজার ছাড়াল

জাতিসংঘ সাহায্য সংস্থায় সম্পূর্ণরূপে ঢুকে পড়েছে হামাস : নেতানিয়াহু
যাযাদি ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ইসরাইলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত গাজা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরাইলি বর্বর হামলায় নিহতের সংখ্যা প্রায় ২৭ হাজার ছাড়িয়েছে। আর আহত হয়েছেন আরও প্রায় ৬৬ হাজার মানুষ। অবরুদ্ধ এই ভূখন্ডে দখলদার বাহিনীর এই বর্বরতা প্রায় চার মাসে পৌঁছেছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখন্ড গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৬ হাজার ৯০০ জনে পৌঁছেছে। নির্বিচার এই মারাত্মক ইসরাইলি আক্রমণ ১১৭তম দিন পার করেছে। তথ্যসূত্র : আল-জাজিরা, আনাদলু, এএফপি, রয়টার্স

বিবৃতিতে উলেস্নখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ১৬টি 'গণহত্যা' চালিয়েছে। যার ফলে ১৫০ জন নিহত এবং আরও ৩১৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলেও এতে জানানো হয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ ৬০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মাঝে হামাসের সঙ্গে এক সপ্তাহব্যাপী 'মানবিক বিরতি'র পর গত ডিসেম্বরের শুরু থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরাইল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজায় হামলা আরও তীব্র করে দখলদার সেনারা। হাজার হাজার মানুষ কোনো ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছেন এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে প্রবেশ করছে। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

জাতিসংঘ সাহায্য সংস্থায় সম্পূর্ণরূপে

ঢুকে পড়েছে হামাস : নেতানিয়াহু

জাতিসংঘের সাহায্য সংস্থায় সম্পূর্ণরূপে ঢুকে পড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এমন দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর তাই গাজায় ইউএনআরডাবিস্নউএ-এর বদলে অন্যান্য সংস্থাকে আনার দাবি জানিয়েছেন তিনি। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাবিস্নউএ-তে হামাস 'সম্পূর্ণ অনুপ্রবেশ' করেছে বলে বুধবার দাবি করেন নেতানিয়াহু।

এর আগে গত বছরের ৭ অক্টোবরের হামলায় ইউএনআরডবিস্নউএ-এর ১২ জন কর্মী অংশ নিয়েছিলেন বলে দাবি করেছিল ইসরাইল। এরপর বিভিন্ন দেশ এই সহায়তা সংস্থায় অর্থায়ন স্থগিত করে। বুধবার জেরুজালেমে জাতিসংঘের রাষ্ট্রদূতদের একটি বৈঠকে নেতানিয়াহু বলেন, 'ইউএনআরডাবিস্নউএ-তে সম্পূর্ণরূপে হামাসের অনুপ্রবেশ ঘটেছে। আমাদের ইউএনআরডাবিস্নউএ-এর জায়গায় জাতিসংঘের অন্যান্য সংস্থা এবং অন্যান্য সাহায্য সংস্থাগুলোকে আনতে হবে।'

নেতানিয়াহু এমন এক সময় এই মন্তব্য করলেন, যখন ইউএনআরডাবিস্নউএ বলেছে, ইসরাইলের বিরুদ্ধে ৭ অক্টোবর হামাসের হামলায় ১২ জন কর্মচারী জড়িত থাকার অভিযোগের স্বাধীন তদন্ত করা 'অত্যন্ত গুরুত্বপূর্ণ'। নেতানিয়াহু বলেন, 'এই সংস্থাটি (ইউএনআরডাবিস্নউএ) হামাসের সেবা করছে। নিজেদের স্কুলে এবং অন্যান্য অনেক কিছুর মাধ্যমে তারা হামাসের সেবা করছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে