রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে কৌতুক বাইডেনের

যাযাদি ডেস্ক
  ১৮ মার্চ ২০২৪, ০০:০০

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে কৌতুক করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে যারা পুনরায় মুখোমুখি হতে চলেছেন। দ্বিতীয়বার মুখোমুখি হয়েই ইতিহাস গড়তে চলা এই দুই প্রার্থীর কথার লাড়াই বেশ জমে উঠেছে। তথ্যসূত্র : রয়টার্স

স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের ঐতিহ্যবাহী গ্রিডিরন ক্লাব ডিনারে বাইডেন ট্রাম্পকে নিয়ে বলেন, 'একজন প্রার্থী প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক বুড়ো ও মানসিকভাবে অক্ষম। বাকি প্রার্থী হলাম আমি।'

ডিনারে অংশ নেওয়া সাড়ে ছয়শ অতিথির সামনে এভাবেই নিজের পুরনো প্রতিদ্বন্দ্বীকে নিয়ে নতুন করে কৌতুকে মাতেন বাইডেন। সেখানে অতিথিদের মধ্যে আমাজনের প্রতিষ্ঠাতা এবং ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজস এবং টিকটকের সিইও শাও জি চিউ উপস্থিত ছিলেন।

বাইডেনের এই মন্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে ট্রাম্প শিবির তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি। তবে অতীতে ট্রাম্পও বাইডেনের মানসিক সুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

৮১ বছর বয়সি বাইডেন এবং ৭৭ বছর বয়সি ট্রাম্পের নিজ নিজ দল থেকে প্রার্থিতা বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে