থাইল্যান্ডে একটি উৎসবের ভিড় লক্ষ্য করে ছোড়া বোমায় অন্তত তিনজন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতের অল্প আগে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাক প্রদেশের উমফ্যাং জেলার বার্ষিক 'রেডক্রস দয় লয়ফা' মেলায় হামলার ঘটনাটি ঘটে।
থাই পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করে হেফাজতে নেওয়া হলেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। পুলিশ জানিয়েছে, অন্তত ৪৮ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ছয়জনের আঘাত সংকটজনক।
এক বিবৃতিতে উমফ্যাংয়ের উদ্ধারকারী দল জানিয়েছে, উৎসবে যোগ দেওয়া লোকজন খোলা জায়গায় এক মঞ্চের সামনে নাচছিল, ছুড়ে মারা বোমাটি সেখানে এসে পড়ে। কিছু আহতকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।
বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড এক্সপেস্নাসিভ ডিভাইসের (আইইডি) কারণে ঘটেছে বলে বেশ কয়েকটি প্রতিবেদনে ধারণা প্রকাশ করা হয়েছে।
ঘটনার পর ধারণ করা ছবিগুলো শেয়ার করেছে উদ্ধারকারী দল। তাতে দেখা গেছে, আলোকসজ্জিত একটি মাঠে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংথাং সিনাওয়াত্রা সামাজিক মাধ্যম 'এক্স'-এ করা এক পোস্টে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বিস্ফোরণের কারণ তদন্তের জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।
'ব্যাংকক পোস্টে'র তথ্য অনুযায়ী, চলতি বছর রেডক্রস দয় লয়ফা সপ্তাহব্যাপী উৎসবে আট থেকে ৯ হাজার মানুষ উপস্থিত হয়েছিল। উৎসব শেষ হওয়ার একদিন আগে হামলাটি চালানো হয়।
উমফ্যাং থাইল্যান্ডর তাক প্রদেশের সর্ব দক্ষিণের জেলা। প্রদেশটির পশ্চিম দিকে মিয়ানমারের সঙ্গে থাইল্যান্ডের সীমান্ত আছে। তথ্যসূত্র : বিবিসি