বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে

যাযাদি ডেস্ক
  ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে

মরুভূমির দেশ সৌদি আরবে শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)। শুক্রবার এক পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, শনি কিংবা রোববার থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে সৌদিতে এবং দেশটির কোনো কোনো স্থানে তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস তিন ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এনসিএমের মুখপাত্র জানিয়েছেন, শনিবার থেকে সৌদির তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর ওপর দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। এই বাতাসের ধাক্কায় এ সময় এসব অঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন মাইনস তিন ডিগ্রিতে নামতে পারে।

সোম ও মঙ্গলবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, আল কাসেমসহ উপকূলীয় অঞ্চলেও। তথ্যসূত্র : গাল্ফ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে