রেললাইনের ওপরে বসে একমনে মোবাইল গেম খেলছিল তিন কিশোর। তিন জনেরই কানে ছিল হেডফোন। বাইরের জগতে কী হচ্ছে না হচ্ছে, সে বিষয়ে কারও খেয়াল ছিল না। আচমকা ট্রেন এসে পড়ায় রেললাইনের ওপরেই মৃতু্য হয়েছে তিন জনের। তাদের শরীরের ওপর দিয়ে চলে গেছে ট্রেনের চাকা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যম বলছে, বিহারের পশ্চিম চম্পারন জেলায় ঘটা এই মর্মান্তিক ঘটনায় নিহত তিন কিশোর হচ্ছে: ফুরকান আলম, সমীর আলম এবং হাবিবুলস্নাহ আনসারী। পুলিশ সূত্রে জানা গেছে তারা তিন জনেই রেললাইনের ধারের বস্তি এলাকার বাসিন্দা। অবশ্য ঠিক কোন পরিস্থিতিতে এমন দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।