সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রহণযোগ্য -নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ মার্চ ২০২৫, ০০:০০
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রহণযোগ্য -নেতানিয়াহু
নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির যে প্রস্তাব উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস দিয়েছে, তা 'একেবারেই অগ্রহণযোগ্য' বলে উড়িয়ে দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাস যদি জিম্মিদের মুক্তি দিতে গড়িমসি করে, তাহলে ফের সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেতানিয়াহুর একটি রেকর্ডকৃত বক্তব্য প্রকাশ করা হয়। সেখানে তিনি নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফের আহ্বান মেনে নিয়ে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ৫০ দিন বাড়িয়েছেন তিনি। এর আগে পবিত্র রমজান মাস এবং ইহুদিদের 'হলিডে অব পাসওভার' উপলক্ষে ইসরাইলকে গাজায় হামলা করা থেকে বিরত থাকার আহ্বান জানান স্টিভ ব্যানন। রেকর্ডকৃত বক্তব্যে নেতানিয়াহু বলেন, "হামাস যতক্ষণ পর্যন্ত আমাদের জিম্মিদের নিজেদের কব্জায় রাখবে, ততদিন পর্যন্ত গাজায় স্থায়ী কোনো যুদ্ধবিরতির প্রস্তাব একেবারেই অগ্রহণযোগ্য। আমাদের শর্ত একটাই্ত আগে সব জিম্মিকে মুক্তি দিতে হবে, তারপর অন্য আলোচনা।"

রমজানের শুরু থেকেই গাজায় খাদ্যবাহী ট্রাকের প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। ফলে গাজায় গত কয়েক দিন ধরে ভয়াবহ খাদ্য সংকট চলছে। রেকর্ডকৃত বক্তব্যে এজন্য নিজেদের দায়ও স্বীকার করেছেন নেতানিয়াহু। ২০২৩ সালে ইসরাইলের ভূখন্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৫১ জনকে। অতর্কিত এই হামলার জবাব দিতে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টানা ১৫ মাস ধরে চলা ভয়াবহ সেই অভিযানে গাজায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন লক্ষাধিক। সূত্র : আনাদোলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে