রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
পাঠক মত

নাটক ও কিছু কথা

আবদুর রহিম
  ২৯ এপ্রিল ২০২৩, ০০:০০

'নাটক' শব্দটি শুনলেই আমাদের মানসপটে ভেসে ওঠে এমন একটি চিত্র, যেখানে ফুটে ওঠে সমাজের চিত্র, বাস্তবতা ও গল্প। হয়েছেও তাই, এ দেশে নাটকের সূচনা থেকে নাটক ফুটিয়ে তুলে আসছে সমাজের আলোকচিত্র, জীবনধারা, পটপরিবর্তন, সমাজের বিভিন্ন অসঙ্গতি ও মানুষের জীবনের বিভিন্ন গল্প। নাটক আমাদের সাংস্কৃতিক জগতের বিশাল স্থান দখল করে আছে। সামাজিক ও রাজনৈতিক জীবনেও এর প্রভাব সুদূরপ্রসারী। ব্রিটিশবিরোধী আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা, ভাষা আন্দোলন, আমাদের মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে জনসমর্থন তৈরি করে জনতাকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করতে দেশের প্রত্যন্ত গ্রাম-গঞ্জে মঞ্চস্থ হওয়া যাত্রাপালা এবং নাটক বড় ভূমিকা রেখেছে। শুধু কি তাই- মানবিক মূল্যবোধ বিকাশে, ধর্মীয় সহিষ্ণুতা ও সম্প্রীতির সেতুবন্ধ তৈরিতে এর ভূমিকা অনস্বীকার্য। সমাজে শ্রেণি-পেশা ও বয়স নির্বিশেষে সবার কাছে নাটকের ছিল একচ্ছত্র আধিপত্য। পরিবারের সবাই একসাথ হয়ে বা বাড়ির সবাই এক সাথ হয়ে সবাই যেমন ট্র্যাজেডি নাটক দেখে কান্নায় চোখ ভাসাতো; তেমনি কমেডি দেখে হেসে হতো একাকার। সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে নাটকের ক্ষেত্রেও। এক সময়ের সেই সমাজধর্মী, সমাজ সংশোধনী নাটক এখন খুঁজে পাওয়াই বিরল। এখন নাটকের মধ্যে সমাজ, সভ্যতা, সামাজিক আলোকচিত্র ফুটে ওঠার পরিবর্তে স্থান নিয়েছে কমেডি, অশ্লীল দৃশ্যের ছড়াছড়ি, বিকৃত শব্দ প্রয়োগ, ভাষার বিকৃত উপস্থাপন ও অশ্লীল শব্দের ব্যবহার। এখন আগের মতো পরিবারের সঙ্গে বসে নাটক দেখা তো দূর, কেউ একা দেখতে চাইলেও হেডফোন/ইয়ারফোন/বস্নুটুথ ইউস করা ছাড়া দেখার কথা চিন্তাও করতে পারে না। এসব নাটকের ফলে সমাজে ছড়াচ্ছে অশ্লীলতা। মানুষের মধ্যে অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে ভাষার বিকৃত উচ্চারণ ও অশ্লীল শব্দের ব্যবহার। যার ফলে সমাজ পরিবর্তনের পরিবর্তে এই সব নাটকের ফলে সমাজে ছড়িয়ে পড়ছে সমাজ বিধ্বংসী উপাদান। তাই বাংলা নাটকের গৌরব ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে হলে এ ক্ষেত্রে কর্তৃপক্ষকে সমাজধর্মী নাটকের পরিমাণ বৃদ্ধি করতে হবে। বন্ধ করতে হবে বর্তমানে প্রচলিত নাটকের নামে অশ্লীলতা, বিকৃত যৌনাচার ও অশ্লীল শব্দের ছড়াছড়ি। আমরা সেই সব নাটক চাই যেই নাটক আমাদের পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে উপভোগ করতে পারব যেই নাটকের মাধ্যমে আমরা সমাজের চিত্র খুঁজে পাবো। খুঁজে পাবো বাস্তবিকতা ও জীবনের গল্প। তাই নাটকের ক্ষেত্রে হোক সংস্কার, বন্ধ হোক অশ্লীলতা ও বিকৃত নাটকের প্রসার।

আবদুর রহিম

ইসলামের ইতিহাস ও

সংস্কৃতি বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে