রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
স্মরণীয়-বরণীয়

রুডইয়ার্ড কিপলিং

  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
রুডইয়ার্ড কিপলিং
রুডইয়ার্ড কিপলিং

জোসেফ রুডইয়ার্ড কিপলিং (৩০ ডিসেম্বর, ১৮৬৫-১৮ জানুয়ারি, ১৯৩৬) একজন ইংরেজ লেখক, কবি এবং সাহিত্যিক। তার অসাধারণ সব শিশুসাহিত্য রয়েছে- যার জন্য সুখ্যাতি লাভ করেন। তার অমর সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে শিশুসাহিত্য দ্য জাঙ্গল বুক, জাস্ট টু স্টরিস, পাক অব পুক্‌?স হিল, কবিতা ম্যান্ডালে, গুঙ্গা ডিন ইত্যাদি। এছাড়াও ১৮৯৫ সালে তিনি অত্যন্ত জনপ্রিয় কবিতা ইফ- রচনা করেন। ছোটগল্প রচনার আধুনিক শিল্প নির্দেশনার একজন অন্যতম উদ্ভাবক হিসেবেও তিনি পরিচিত। জেমস জয়েস একবার মত প্রকাশ করেছিলেন যে, 'ঊনবিংশ শতাব্দীর তিন ক্ষণজন্মা লেখক তলস্তয়, কিপলিং এবং দ্য আনুনজিও; তাদের প্রকৃতি প্রদত্ত মেধা ছিল সবচেয়ে বেশি, কিন্তু তারা কেউই তাদের এই উপহারের পূর্ণ ব্যবহার করতে পারেননি। ১৯০৭ সালে জোসেফ রুডইয়ার্ড কিপলিং সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। কিপলিংয়ের জন্ম ১৮৬৫ সালের ৩০ ডিসেম্বর ব্রিটিশ ভারতের মুম্বাই নগরীতে। তার জন্মের কিছুদিন আগে তার বাবা-মা জন লকউড কিপলিং ও অ্যালিস কিপলিং ভারতে আগমন করেন। কিপলিংয়ের বাবা ছিলেন মুম্বাইয়ের নবগঠিত স্যার জামসেটজি জিজিভয় স্কুল অব আর্টের ভাস্কর্যবিদ্যা বিভাগের প্রধান। পাঁচ বছর বয়সে কিপলিং নিজ দেশ ব্রিটেনে গিয়ে স্কুলে ভর্তি হন এবং আবার ভারতবর্ষে ফিরে আসেন ১৮৮২ সালে। তখন তার বাবা ছিলেন লাহোরের মায়ো কলেজ অব আর্টের অধ্যক্ষ এবং লাহোর জাদুঘরের তত্ত্বাবধায়ক। কিপলিং সেখানকার স্থানীয় পত্রিকা 'সিভিল অ্যান্ড মিলিটারি গেজেটে' চাকরি পান। ১৮৮৭ সালে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন এলাহাবাদের পত্রিকা 'দ্য পাইওনিয়ারে'। এখানে ছিলেন ১৮৮৯ সাল পর্যন্ত। ১৮৮৬-৮৭ সালে 'সিভিল অ্যান্ড মিলিটারি গেজেটে' থাকাকালে কিপলিংয়ের মোট ৩৯টি ছোটগল্প প্রকাশিত হয়। ১৮৮৩ সালের গ্রীষ্মে কিপলিং শিমলায় ভ্রমণ করেন। তখন থেকে তিনি ব্রিটিশ ভারতের ভাইসরয়ের শাসন প্রত্যক্ষভাবে অবলোকন করেন। ১৮৯২ সালের ১৮ জানুয়ারি রুডইয়ার্ড কিপলিং আমেরিকার ক্যারোলিন ব্যালেস্টিয়ারকে (ক্যারি) বিয়ে করেন এবং যুক্তরাষ্ট্রের ভারমন্ট রাজ্যের ব্রাটলেবরোতে স্থায়ী হন। ২০০৭ সালের নভেম্বরে ভারতের মুম্বাইয়ের স্যার জামসেটজি জিজিভয় স্কুল অব আর্টের কাছে কিপলিংয়ের জন্মস্থানকে তার জীবন ও কর্মসংক্রান্ত জাদুঘর হিসেবে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়। ১৯৩৬ সালে আকস্মিকভাবে মৃতু্যবরণ করলে তাকে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে সমাহিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে