রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
স্মরণীয়-বরণীয়

এডগার অ্যালান পো

  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
এডগার অ্যালান পো
এডগার অ্যালান পো

এডগার অ্যালান পো (১৯ জানুয়ারি, ১৮০৯ - ৭ অক্টোবর, ১৮৪৯) একাধারে ছিলেন একজন মার্কিন লেখক, কবি, সম্পাদক ও সাহিত্য সমালোচক। পো তার লেখা কবিতা, ছোটগল্প, বিশেষ করে মৃতু্যর সঙ্গে সম্বন্ধযুক্ত ছোটগল্প ও রহস্য গল্পগুলোর জন্য সবচেয়ে বেশি পরিচিত। তাকে যুক্তরাষ্ট্রে এবং পুরো আমেরিকান সাহিত্যের রোমান্টিসিজমের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তিনি যে সময় ছোটগল্প লিখতেন সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছোটগল্প লেখকের সংখ্যা ছিল নগণ্য। এছাড়াও তিনি গোয়েন্দা কথাসাহিত্যের উদ্ভাবক ছিলেন বলে ধারণা করা হয়। শুধু তাই নয়, সেই সময়ে সাহিত্যের উদীয়মান ধারা বিজ্ঞানকল্পকাহিনীতেও তার অবদান ছিল অনস্বীকার্য। পো প্রথম মার্কিন লেখক যিনি শুধু লেখার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন, ফলত, তার জীবন ছিল আর্থিকভাবে অসচ্ছল। পো ১৮১০ সালে আমেরিকার বোস্টন শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ডেভিড পো এবং মা এলিজাবেথ 'এলিজা' পো উভয়েরই পেশা ছিল অভিনয় করা। ১৮১০ সালে তার বাবা পরিবার ত্যাগ করেন চলে যান। এর পরের বছরই তার মা মারা যান। পো অনাথ হয়ে পড়েন। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও অর্থের অভাবে এক বছর পর পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হন। ১৮২৭ সালে তিনি ছদ্মনামে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেন। এ সময়েই তিনি বেনামে তার সাহিত্যকর্ম প্রকাশ করতে শুরু করেন। একজন বোস্টোনিয়ান ছদ্মনামে প্রকাশ করেন তামেরলেন এবং অন্যান্য কবিতা। এটাই ছিল তার প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম। ১৮৩১ সালে যখন পো সামরিক অফিসার হতে ব্যর্থ হন তখন তার কবি ও লেখক হওয়ার ইচ্ছা আরও দৃঢ় হয়। ১৮৪৪ সালের জানুয়ারিতে পো তার 'দ্যা রেভেন' কবিতাটি প্রকাশ করেন- যা তাকে তাৎক্ষণিক সাফল্য এনে দেয়। এরপর তিনি তার নিজস্ব পত্রিকা দ্য পেন প্রকাশ করার পরিকল্পনা করেন, কিন্তু দুঃখজনকভাবে এটি প্রকাশের আগেই ১৯৪৯ সালে তিনি মৃতু্যমুখে পতিত হন। তার মৃতু্যর কারণ জানা যায়নি। পো এবং তার সাহিত্যকর্মের মাধ্যমে শুধু বিশ্বসাহিত্যই নয়, বরং মহাজাগতিক এবং ক্রিপ্টোগ্রাফির মতো বিশেষায়িত ক্ষেত্রগুলোও প্রভাবিত হয়েছিল। তিনি এবং তার কাজ নিয়ে অনেক নাটক, চলচ্চিত্র নির্মিত হয়েছে, গান লেখা হয়েছে এবং এখনো হচ্ছে। তার স্মৃতিবিজড়িত কয়েকটি বাড়িকে জাদুঘর ঘোষণা করা হয়েছে। এছাড়াও মিস্ট্রি রাইটার্স অব আমেরিকা প্রতি বছর একটি পুরস্কার প্রদান করে- যা এডগার অ্যাওয়ার্ড নামে পরিচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে