শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
পাঠক মত

পরিবেশের বিপর্যয় রোধ জরুরি

মুনিয়া ফেরদৌসী মিথিলা
  ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
পরিবেশের বিপর্যয় রোধ জরুরি

উন্নয়নের লক্ষ্যে যে যেভাবে পারছে কাজ করে যাচ্ছে। উন্নয়নের পথটা যখন পরিবেশ নষ্ট করার মধ্যে দিয়ে হয় তখন বাধে বিপত্তি। উন্নয়ন করতে গিয়ে যে আমরা পরিবেশের বিপর্যয় ঢেকে আনছি, সেদিকে আমরা কয়জনই-বা খেয়াল রাখি! অপরিকল্পিত উন্নয়নের জন্য মাশুল গুনতে হচ্ছে পরিবেশকে। এখন আর আগের মতো হাঁটার ফুরসত আমাদের নেই, এসেছে বড় বড় যানবাহন। যার দরুন, প্রচুর পরিমাণে নির্গত হচ্ছে কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড- যা পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর। সভ্যতার উন্নতিতে মানুষ এখন এআই ব্যবহার করেছে। অথচ এই এআই শুধু একটি প্রশ্নের উত্তর দিতেই হাফ লিটার পানি ব্যবহার করছে, কারণ প্রশ্নের উত্তর খুঁজতে ও উত্তর দিতে এআই তাপ উৎপন্ন করছে সেই তাপ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হচ্ছে পানি। আজকের দিনে দাঁড়িয়ে এআই ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব প্রায়। তাহলে দৈনিক ঠিক কত লিটার পানি শুধু এই ক্ষেত্রেই খরচ হচ্ছে- এই প্রশ্নের উত্তর আমাদের জানা দরকার। আমাদের সবারই উচিত নিজেদের উন্নয়নে কথা ভাবার সঙ্গে সঙ্গে, পরিবেশ রক্ষার দায়িত্ব নেওয়া। আমরা যদি উন্নয়নের নামে পরিবেশ বিপর্যয় করার মতো দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিই সেটা কখনোই কাম্য নয়।

মুনিয়া ফেরদৌসী মিথিলা

শিক্ষার্থী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে