মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ য়
  ১৯ জানুয়ারি ২০২২, ০০:০০
ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র
ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

ধ্বনিতত্ত্ব

৬৬. পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন, তাকে কী বলে?

ক. ধ্বনি-পরিবর্তন খ. প্রতিবেশ

গ. ধ্বনি-রূপান্তর ঘ. ধ্বনিলোপ

উত্তর : ক. ধ্বনি-পরিবর্তন

৬৭. ধ্বনির পরিবর্তন বা মিলন যখন স্বরধ্বনির মধ্যেই সীমাবদ্ধ থাকে, তখন তাকে কী বলে? ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জন সন্ধি

গ. বিসর্গ সন্ধি ঘ. নিপাতনে সন্ধি

উত্তর : ক. স্বরসন্ধি

৬৮. অ-ধ্বনির পর ঈ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?

ক. আ খ. উ

গ. আ ঘ. ঈ

উত্তর : গ. আ

৬৯. ই-ধ্বনির পর ঈ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?

ক. আ খ. ই

গ. উ ঘ. আ

উত্তর : ঘ. আ

৭০. অ বা আ-ধ্বনির পরে ই বা ঈ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?

ক. এ খ. ঈ

গ. উ ঘ. আ

উত্তর : ক. এ

৭১. 'পরীক্ষা' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. পরি+ইক্ষা খ. পরী+ইক্ষা

গ. পরি+ঈক্ষা ঘ. পরী+ইক্ষা

উত্তর : গ. পরি+ঈক্ষা

৭২. সন্ধির ফলে হয়-

র. উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসে

রর. শ্রম্নতিমাধুর্য বাড়ে

ররর. ভাষা সংক্ষিপ্ত হয়

নিচের কোনটি ঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

৭৩. বাগ্‌যন্ত্রের সাহায্যে আমরা কী করি?

ক. অনুভূতি প্রকাশ করি খ. ধ্বনি উৎপাদন করি

গ. ভারী কাজ করি ঘ. কোনোটিই নয়

উত্তর : খ. ধ্বনি উৎপাদন করি

৭৪. নিচের কোনটি বাগ্‌যন্ত্র হিসেবে বিবেচিত হবে না?

ক. ফুসফুস খ. স্বরযন্ত্র

গ. ঠোঁট ঘ. কিডনি

উত্তর : ঘ. কিডনি

৭৫. স্বরতন্ত্রকে ইংরেজিতে কী বলে?

ক. খঁহমং খ. খধৎুহী

গ. খড়বিৎ লধ িঘ. ঠড়পধষ ভড়ষফ

উত্তর : ঘ. ঠড়পধষ ভড়ষফ

৭৬. কোনটি মধ্য-স্বরধ্বনির উদাহরণ?

ক. ই খ. এ

গ. আ ঘ. অ

উত্তর : গ. আ

৭৭. জিভের উচ্চতা অনুসারে স্বরধ্বনিগুলোকে কয় শ্রেণিতে নির্দেশ করা হয়?

ক. চারটি খ. পাঁচটি

গ. সাতটি ঘ. আটটি

উত্তর : ক. চারটি

৭৮. উচ্চ-মধ্য স্বরধ্বনির উদাহরণ কোনটি?

ক. এ খ. ই

গ. অ্যা ঘ. আ

উত্তর : ক. এ

৭৯. যে স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখ ও নাক দিয়ে বের হয়, তাকে কোন স্বরধ্বনি বলে?

ক. আনুনাসিক খ. তালব্য

গ. কণ্ঠ ঘ. মূর্ধা

উত্তর : ক. আনুনাসিক

৮০. আমাদের মুখের তালু কী আকৃতির?

ক. পিরামিড আকৃতির খ. পর্বত আকৃতির

গ. ঢেউয়ের আকৃতির ঘ. গম্বুজ আকৃতির

উত্তর : ঘ. গম্বুজ আকৃতির

৮১. বাংলা মৌখিক স্বরধ্বনি কয়টি?

ক. পাঁচটি খ. ছয়টি

গ. সাতটি ঘ. আটটি

উত্তর : গ. সাতটি

৮২. আনুনাসিক স্বরধ্বনি কয়টি?

ক. ছয়টি খ. সাতটি

গ. আটটি ঘ. নয়টি

উত্তর : খ. সাতটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে