রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নবম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ত্রয়োদশ অধ্যায়

৭। মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ নাম না জানা শহিদের অমর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে-

(ক) শহিদ মিনার (খ) মুজিবনগর স্মৃতিসৌধ

(গ) জাতীয় স্মৃতিসৌধ (ঘ) শিখা চিরন্তন

উত্তর : (গ) জাতীয় স্মৃতিসৌধ

৮। 'স্বাধীন বাংলার ছাত্রসংগ্রাম পরিষদ' গঠিত হয় কত সালে?

(ক) ১ মার্চ ১৯৭০ (খ) ২ মার্চ ১৯৭০

(গ) ৩ মার্চ ১৯৭০ (ঘ) ৪ মার্চ ১৯৭

উত্তর :(ক) ১ মার্চ ১৯৭০

৯। আইয়ুব খানের পর কে ক্ষমতায় আসে?

(ক) ইয়াহিয়া খান (খ) টিক্কা খান

(গ) জুলফিকার আলী ভুট্টো (ঘ) ইস্কান্দার মির্জা

উত্তর :(ক) ইয়াহিয়া খান

নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :

ইশরাত খানমের পিতা বলেছিলেন, তিনি জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তার দল জাতীয় ও প্রাদেশিক পরিষদে বিপুল ভোটে জয়লাভ হওয়া সত্ত্বেও শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করেন।

১০। উদ্দীপকে স্বাধীনতা পূর্ব কোনো নির্বাচনের কথা উলেস্নখ করা হয়েছে?

(ক) ১৯৫৪ সালের (খ) ১৯৫৮ সালের

(গ) ১৯৭০ সালের (ঘ) ১৯৭৩ সালের

উত্তর :(গ) ১৯৭০ সালের

১১। উদ্দীপকে স্বাধীনতা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ

(র) ২৯৮টি আসন লাভ করে

(রর) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে

(ররর) ক্ষমতা দখল করে

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর:(খ) র ও রর

১২। জাতীয় স্মৃতিসৌধ বাঙালির-

(র) অহংকার (রর) গৌরব (ররর) মর্যাদার প্রতীক

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ঘ) র, রর ও ররর

১৩। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

(ক) জনগণ (খ) গণমাধ্যম

(গ) ছাত্র (ঘ) শিক্ষক

উত্তর : (ক) জনগণ

১৪। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক ছিলেন কে?

(ক) আতাউল গনি ওসমানী

(খ) মওলানা ভাসানী

(গ) তাজউদ্দীন আহমদ

(ঘ) এম মনসুর আলী

উত্তর : (গ) তাজউদ্দীন আহমদ

১৫। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকারী দেশ হিসেবে কোনটি অধিক যুক্তিযুক্ত?

(ক) ভারত (খ) ভুটান

(গ) নেপাল (ঘ) ইরাক

উত্তর :(ক) ভারত

১৬। তাজউদ্দীন আহমদ ছিলেন-

(র) বঙ্গবন্ধুর বিশ্বস্ত লোক

(রর) বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর

(ররর) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ঘ) র, রর ও ররর

১৭। যৌথ কমান্ড গঠিত হয় কখন?

(ক) ২০ নভেম্বর ১৯৭১ (খ) ২১ নভেম্বর ১৯৭১

(গ) ২২ নভেম্বর ১৯৭১ (ঘ) ২৩ নভেম্বর ১৯৭১

উত্তর : (খ) ২১ নভেম্বর ১৯৭১

১৮। আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?

(ক) কাজী নজরুল ইসলাম (খ) শামসুর রাহমান

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) জসীমউদ্‌দীন

উত্তর : (গ) রবীন্দ্রনাথ ঠাকুর

১৯। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি বলা হয় কাকে?

(ক) শিব নারায়ণ (খ) মঈনুল হোসেন

(গ) হামিদুর রহমান (ঘ) মৃণাল হক

উত্তর :(খ) মঈনুল হোসেন

২০। শিখা চিরন্তন কোথায় অবস্থিত?

(ক) সোহরাওয়ার্দী উদ্যানে (খ) জিয়া উদ্যানে

(গ) সেগুনবাগিচায় (ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

উত্তর : (ক) সোহরাওয়ার্দী উদ্যানে

২১। মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?

(ক) রংপুর (খ) কুষ্টিয়া

(গ) মেহেরপুর (ঘ) ফরিদপুর

উত্তর :(গ) মেহেরপুর

২২। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মূল বিষয়ের সাথে সাদৃশ্য রয়েছে

(র) সামরিক আইন প্রত্যাহার

(রর) সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া

(ররর) গণহত্যার তদন্ত করা

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ঘ) র, রর ও ররর

২৩। স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অংশগ্রহণ ও সহযোগিতাকারী দলের সঙ্গে সাদৃশ্য রয়েছে-

(ক) শান্তি কমিটির (খ) মুসলিম লীগের

(গ) বিএনপির (ঘ) ন্যাপের

উত্তর :(ক) শান্তি কমিটির

২৪। অস্থায়ী সরকারের প্রধান কে ছিলেন?

(ক) এম মনসুর আলী

(খ) তাজউদ্দীন আহমদ

(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(ঘ) সৈয়দ মনসুর আলী

উত্তর : (গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৫। ৭ মার্চের ভাষণ কোথায় দেওয়া হয়?

(ক) পল্টনে (খ) সোহরাওয়ার্দী উদ্যানে

(গ) মুক্তাঙ্গনে (ঘ) শিশু পার্কে

উত্তর : (খ) সোহরাওয়ার্দী উদ্যানে

২৬। কাকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করা হয়?

(ক) টিক্কা খানকে (খ) আইয়ুব খানকে

(গ) ইয়াহিয়া খানকে (ঘ) লিয়াকত আলী খানকে

উত্তর : (ক) টিক্কা খানকে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে