রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

বিষয় :সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কক্সবাজার জেলা

নামকরণ-ক্যাপ্টেন হীরন কক্সের নামানুসারে নামকরণ।

উলেস্নখযোগ্য স্থানসমূহ- কুতুবদিয়া বাতিঘর, হিমছড়ি, পরীর দ্বীপ, এলিফ্যান্ট পয়েন্ট, মহেশখালী দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, ইনানী সমুদ্র সৈকত।

ফেনী জেলা

প্রাচীন নাম- শমসের নগর।

নামকরণ- সামন্তরাজা ফনীর নামানুসারে নামকরণ।

জেলার নামে নদী- ফেনী নদী।

উলেস্নখযোগ্য স্থান- চাঁদগাজী মসজিদ, মহিপালের বিজয়সিংহ দীঘি।

কৃতী সন্তান- নাট্যকার সেলিম আল দীন, জহির রায়হান, শহীদুলস্নাহ কায়সার, বেগম খালেদা জিয়া, শিল্পী কাইয়ূম চৌধুরী।

লক্ষ্ণীপুর জেলা

উলেস্নখযোগ্য নদী- মেঘনা ও কাতিয়া।

উলেস্নখযোগ্য স্থান- দালালবাজারের জমিদারবাড়ি, খোয়াসাগর দীঘি, কমলাসুন্দরী দীঘি, জীনের মসজিদ, কচুয়া দরগাহ, হরিশ্চর দরগাহ।

নোয়াখালী জেলা

প্রাচীন নাম- ভুলুয়া, অপর নাম সুধারাম। জেলার নামে সদর নেই, জেলা সদরের নাম মাইজদী সদর।

উলেস্নখযোগ্য স্থান- বজরাশাহী মসজিদ, গান্ধী আশ্রম ট্রাস্ট, নিঝুম দ্বীপ।

কৃতী সন্তান- বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের জন্মস্থান।

চাঁদপুর জেলা

নামকরণ- চাঁদ ফকিরের নামানুসারে নামকরণ।

উলেস্নখযোগ্য স্থান- হাজীগঞ্জ বড় মসজিদ, ভাসমান স্মৃতিস্তম্ভ- অঙ্গীকার অবস্থিত।

উলেস্নখযোগ্য নদী- মেঘনা, ডাকাতিয়া।

কুমিলস্না জেলা

প্রাচীন নাম- ত্রিপুরা।

কুমিলস্নার দুঃখ বলা হয়- গোমতী নদীকে।

কুমিলস্নার ঐতিহ্য- রসমালাই।

ঐতিহাসিক স্থান- ময়নামতি, লালমাই পাহাড়, শালবন বিহার, বার্ড বাংলাদেশ, পলস্নী উন্নয়ন একাডেমি, ধর্ম সাগর, যুদ্ধ ভাসান ভাস্কর্য, বাখড়াবাদ ক্ষেত্র, লাকসাম জংশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে