রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব'- এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. দিদার-উল-আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর সাধারণ সম্মেলনে স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রতি বছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হিসেবে পালিত হয়। এ বছর তথ্য কমিশন কর্তৃক বাংলাদেশে দিবসটির স্স্নোগান নির্ধারণ করা হয়েছে- 'ইন্টারনেটে তথ্য পেলে জনমনে শান্তি মেলে'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে