রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নবম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ০২ অক্টোবর ২০২৩, ০০:০০

ত্রয়োদশ অধ্যায়

৬৫। বাংলাদেশ শত্রম্নর দখলমুক্ত হয় কখন?

(ক) ১৪ ডিসেম্বর ১৯৭১ (খ) ১৫ ডিসেম্বর ১৯৭১

(গ) ১৬ ডিসেম্বর ১৯৭১ (ঘ) ১৭ ডিসেম্বর ১৯৭১

উত্তর : (গ) ১৬ ডিসেম্বর ১৯৭১

৬৬। বঙ্গবন্ধুর ঘোষণাপত্র কীভাবে পাঠিয়ে দেওয়া হয়?

(ক) ওয়্যারলেসযোগে (খ) পত্রযোগে

(গ) মাইকযোগে (ঘ) মোবাইলযোগে

উত্তর :(ক) ওয়্যারলেসযোগে

৬৭। মুজিবনগর সরকারের নিয়োগ দেওয়া বিশেষ দূত হিসেবে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?

(ক) বিচারপতি সাহাবুদ্দীন

(খ) বিচারপতি হাবিবুর রহমান

(গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী

(ঘ) বিচারপতি লতিফুর রহমান

উত্তর : (গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী

৬৮। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী প্রথম সংগঠন কোনটি?

(ক) শান্তি কমিটি (খ) আল-বদর

(গ) আল-শামস (ঘ) রাজাকার

উত্তর :(ক) শান্তি কমিটি

৬৯। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?

(ক) তাজউদ্দীন আহমদ (খ) মনসুর আলী

(গ) মণি সিং (ঘ) সৈয়দ নজরুল ইসলাম

উত্তর : (ঘ) সৈয়দ নজরুল ইসলাম

নিচের উদ্দীপকের আলোকে ৭০ ও ৭১নং প্রশ্নের উত্তর দাও :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুনীল পাকবাহিনীর পৈশাচিক আক্রমণ দেখেছেন তার বিশ্ববিদ্যালয়ে। অনেক শিক্ষক, বন্ধুকে হারিয়েছেন তিনি।

৭০। উদ্দীপকে আলোচিত পাকবাহিনীর পৈশাচিকতা সমর্থন করে কোনটি?

(ক) গণহত্যা

(খ) অসাম্প্রদায়িক রাজনীতি

(গ) পাকিস্তানের সঠিক সিদ্ধান্ত

(ঘ) নৈতিক কাজ

উত্তর : (ক) গণহত্যা

৭১। উদ্দীপকের আলোচিত ঘটনার বিশ্লেষণ করলে পাওয়া যায়-

(র) পাকবাহিনীর রোষানলে ঢাকা বিশ্ববিদ্যালয়

(রর) পাকবাহিনীর ঘাঁটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে

(ররর) অসাম্প্রদায়িক রাজনীতির বিস্তৃতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর :(খ) র ও ররর

৭২। ১৭ মার্চ নীল নকশা তৈরি করেন-

(র) টিক্কা খান (রর) রাও ফরমান আলী (ররর) নিয়াজী

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর :(খ) র ও রর

৭৩। পাকবাহিনীর রোষানলে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার যৌক্তিক কারণ কোনটি?

(ক) সরকারবিরোধী আন্দোলন

(খ) নেতিবাচক মনোভাব

(গ) পাকবাহিনীকে সমর্থন

(ঘ) বিরোধী দলকে সমর্থন

উত্তর : (ক) সরকারবিরোধী আন্দোলন

৭৪। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল কেমন?

(ক) হতাশাজনক (খ) আশঙ্কাজনক

(গ) প্রশ্নবিদ্ধ (ঘ) গৌরবোজ্জ্বল

উত্তর :(ঘ) গৌরবোজ্জ্বল

৭৫। জাতিসংঘে পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তাবের ভেপোদানকারী রাষ্ট্র কোনটি?

(ক) রাশিয়া (খ) চীন

(গ) ফ্রান্স (ঘ) যুক্তরাজ্য

উত্তর :(ক) রাশিয়া

৭৬। পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীকে সহায়তা করছে-

(র) শান্তি কমিটি (রর) রাজাকার (ররর) আল-বদর

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ঘ) র, রর ও ররর

৭৭। আত্মসমর্পণ অনুষ্ঠানে পাকিস্তানের কত হাজার সৈন্য উপস্থিত ছিল?

(ক) প্রায় ৯১ হাজার (খ) প্রায় ৯২ হাজার

(গ) প্রায় ৯৩ হাজার (ঘ) প্রায় ৯৪ হাজার

উত্তর :(গ) প্রায় ৯৩ হাজার

৭৮। পিকিংপন্থি হিসেবে অধিক পরিচিত কে?

(ক) মনোরঞ্জন ধর (খ) মোহাম্মদ তোয়াহা

(গ) মণি সিং (ঘ) মওলানা ভাসানী

উত্তর : (খ) মোহাম্মদ তোয়াহা

৭৯। মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সহায়তা করে কোনটি?

(ক) আবেদন পত্র (খ) ক্রোড়পত্র

(গ) চরমপত্র (ঘ) অভিযোগপত্র

উত্তর :(গ) চরমপত্র

৮০। মুক্তিযুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাওয়ার যথার্থ কারণ কোনটি?

(ক) পাকিস্তানের ভারত আক্রমণ

(খ) পাকিস্তানের বাংলাদেশ আক্রমণ

(গ) পাকিস্তানের চীন আক্রমণ

(ঘ) পাকিস্তানের নেপাল আক্রমণ

উত্তর : (ক) পাকিস্তানের ভারত আক্রমণ

৮১। বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

(ক) যুক্তরাজ্য (খ) লন্ডন

(গ) মস্কো (ঘ) প্যারিস

উত্তর :(খ) লন্ডন

৮২। রাজাকার বাহিনী গড়ে ওঠে-

(র) আনসার বাহিনী নিয়ে

(রর) মুজাহিদদের নিয়ে

(ররর) পাকিস্তানপন্থিদের নিয়ে

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর :(ঘ) র, রর ও ররর

৮৩। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?

(ক) মোস্তফা আলী কুদ্দুস (খ) হামিদুর রহমান

(গ) মঈনুল হোসেন (ঘ) মৃণাল হক

উত্তর :(ক) মোস্তফা আলী কুদ্দুস

৮৪। রায়ের বাজার বধ্যভূমির সন্ধান পাওয়া যায় কখন?

(ক) ১৬ ডিসেম্বর ১৯৭১ (খ) ১৭ ডিসেম্বর ১৯৭১

(গ) ১৮ ডিসেম্বর ১৯৭১ (ঘ) ১৯ ডিসেম্বর ১৯৭১

উত্তর : (গ) ১৮ ডিসেম্বর ১৯৭১

৮৫। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?

(ক) তানভীর করিম (খ) হামিদুর রহমান

(গ) মঈনুল হোসেন (ঘ) শামীম সিকদার

উত্তর :(ক) তানভীর করিম

৮৬। অপরাজেয় বাংলার নির্মাণকারী হিসেবে নিচের কোন নামটি গ্রহণযোগ্য?

(ক) মৃণাল হক (খ) শামীম সিকদার

(গ) নভেরা (ঘ) সৈয়দ আব্দুলস্নাহ খালিদ

উত্তর :(ঘ) সৈয়দ আব্দুলস্নাহ খালিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে