শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

নিচের উদ্দীপকটি পড়ে ৭২-৭৪নং প্রশ্নের উত্তর দাও।

'ক' দেশে উচ্চ জন্মহার বিদ্যমান থাকায় জনসংখ্যা বৃদ্ধি একটি সমস্যায় রূপ নিয়েছে। কিন্তু সে দেশের সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে।

৭২. 'ক' দেশে জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের জন্য কোন পদক্ষেপ উপযোগী?

ক) পুষ্টিকর খাদ্য খ) উন্নত চিকিৎসা

গ) সচেতনতামূলক কর্মসূচি ঘ) উন্নত প্রশিক্ষণ

উত্তর :ঘ) উন্নত প্রশিক্ষণ

৭৩. জনসংখ্যা বৃদ্ধি রোধে বিবেচ্য কর্মসূচিসমূহ হচ্ছে-

র. পরিবার পরিকল্পনা

রর. দ্রব্য উৎপাদন বৃদ্ধি

ররর. সচেতনতা সৃষ্টি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :খ) র ও ররর

৭৪. 'ক' দেশে উচ্চ জন্মহারের জন্য কোনটিকে প্রকৃত কারণ বলা যায়?

ক) আবহাওয়া ও জলবায় খ) বাসস্থানের স্বল্পতা

গ) কর্মসংস্থান স্বল্পতা ঘ) ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ

\হউত্তর :ক) আবহাওয়া ও জলবায়ু

৭৫. বেকারত্ব দূরীকরণের জন্য প্রয়োজন-

র. পুষ্টিকর খাবার সরবরাহ

রর. কারিগরি শিক্ষার প্রসার

ররর. জনসংখ্যা নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :গ) রর ও ররর

৭৬. কোনটির কারণে কৃষিতে প্রচ্ছন্ন বেকারত্বের হার বৃদ্ধি পায়?

ক) অনুকূল জনপ্রিয় খ) আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ

গ) রাজনৈতিক বিশৃঙ্খলা ঘ) অনুন্নত যোগাযোগ ব্যবস্থা

উত্তর:খ) আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ

৭৭. সামাজিক সমস্যা বৃদ্ধির পাশাপাশি কোনটি বৃদ্ধি পাচ্ছে?

ক) প্রাকৃতিক দুর্যোগ খ) মূল্যবোধের অবক্ষয়

গ) পারিবারিক ভাঙন ঘ) ভূ-রাজনৈতিক হস্তক্ষেপ

উত্তর:খ) মূল্যবোধের অবক্ষয়

৭৮. বেকারত্ব বলতে বোঝায়-

ক) কর্ম না থাকা

খ) ভালো চাকরি না পাওয়া

গ) ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ না পাওয়া

ঘ) কাজের ইচ্ছা না থাকা

উত্তর: গ) ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ না পাওয়া

৭৯. বাংলাদেশের বেকারত্ব দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে কেন?

ক) দরিদ্রতার কারণে

খ) শিল্পায়নের কারণে

গ) নগরায়ণের কারণে

ঘ) কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে

উত্তর: ঘ) কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে

৮০. নির্ভরশীল নাগরিকদের জন্য বাংলাদেশে কোন ধরনের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে নেই?

ক) রাজনৈতিক অধিকার খ) সামাজিক সামাজিক

গ) অর্থনৈতিক নিরাপত্তা ঘ) পারিবারিক নিরাপত্তা

উত্তর:খ) সামাজিক সামাজিক

৮১. কোন সংস্থা পুষ্টিহীনতার কার্যকর সংজ্ঞা দিয়েছেন?

ক) ওঋঘঝ খ) ওঝঘঋ

গ) ঝঘঋও ঘ) ঘরঢ়ড়ৎঃ

উত্তর: ক) ওঋঘঝ

৮২. বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত?

ক) ১৬৫৬ ডলার খ) ২০২২ ডলার

গ) ২০৫০ ডলার ঘ) ২৮২৪ ডলার

উত্তর: ঘ) ২৮২৪ ডলার

৮৩. অপুষ্টি বৃদ্ধির অন্যতম কারণ কোনটি?

ক) খাদ্যের পুষ্টিমান সম্পর্কে অজ্ঞতা

খ) খাবারের জোগান কম থাকা

গ) খাবারের দাম না জানা

ঘ) খাওয়ার রুচি না থাকা

উত্তর: ক) খাদ্যের পুষ্টিমান সম্পর্কে অজ্ঞতা

৮৪. 'খাদ্যের পুষ্টিমান কীসের উপর নির্ভর করে?

ক) সুষ্ঠু রন্ধন প্রক্রিয়া খ) খাদ্যের দাম

গ) সামাজিক অবস্থান ঘ) খাবারের রুচি

উত্তর:ক) সুষ্ঠু রন্ধন প্রক্রিয়া

৮৫. একটি শিশুর জন্মের সময় তার ওজন কমপক্ষে কত থাকা উচিত?

ক) ২৫০০ গ্রাম খ) ২৬০০ গ্রাম

গ) ২৭০০ গ্রাম ঘ) ২৮০০ গ্রাম

উত্তর:ক) ২৫০০ গ্রাম

৮৬. বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যৌতুক প্রথা কোন প্রতিনিয়ত ঘটতে দেখা যায়-

র) অজ্ঞতার কারণে

রর) প্রচলিত মূল্যবোধের কারণে

ররর) ধর্মীয় বাধ্যবাধকতার কারণে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর:ক) র ও রর

৮৭. পুষ্টিহীনতার অন্যতম কারণ কোনটি?

ক) দামি খাবারের অভাব খ) দারিদ্র্য

গ) বেকারত্ব ঘ) সামাজিক নিরাপত্তার অভাব

উত্তর: খ) দারিদ্র্য

৮৮. খাদ্যের অভাবে প্রত্যক্ষভাবে সৃষ্ট সমস্যা কোনটি?

ক) স্বল্প আয় খ) কর্মক্ষমতা হ্রাস

গ) অপরাধ প্রবণতা বৃদ্ধি ঘ) পুষ্টিহীনতা

উত্তর: ঘ) পুষ্টিহীনতা

৮৯. কত সালে যৌতুক নিরোধ আইন প্রণীত হয়?

ক) ১৯৭৫ সালে খ) ১৯৭৮ সালে

গ) ১৯৮০ সালে ঘ) ১৯৮৫ সালে

উত্তর: গ) ১৯৮০ সালে

৯০. প্রাচীনকালে যৌতুক প্রথা কোন সমাজের প্রথা হিসেবে বিবেচিত হতো?

ক) মুসলিম খ) হিন্দু

গ) বৌদ্ধ ঘ) খ্রিষ্টান

উত্তর: খ) হিন্দু

৯১. যৌতুকের অন্যতম কারণ কোনটি?

ক) নারীদের আর্থিক নিরাপত্তার অভাব

খ) নারী শিক্ষার অভাব

গ) প্রতিবেশী দেশের প্রভাব ঘ) প্রাকৃতিক দুর্যোগ

উত্তর: ক) নারীদের আর্থিক নিরাপত্তার অভাব

৯২. যৌতুকের কারণে নির্যাতিত নারীদের তথ্য প্রকাশিত হয় না কেন?

ক) আর্থিক ক্ষতির আশঙ্কায়

খ) ধর্মীয় বিধি-নিষেধের কারণে

গ) সামাজিক ও পারিবারিক মর্যাদা নষ্ট হওয়ার ভয়ে ঘ) সাংস্কৃতিক ব্যবধানের ফলে

উত্তর:গ) সামাজিক ও পারিবারিক মর্যাদা নষ্ট হওয়ার ভয়ে

৯৩. যৌতুক প্রথার ফলাফল হচ্ছে-

র) দাম্পত্য কলহ

রর) নারীর নিরাপত্তাহীনতা

ররর) অর্থনৈতিক উন্নতি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর:ক) র ও রর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে