সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

তৌফিক সুলতান, শিক্ষক ঘাগটিয়া চালা মডেল হাইস্কুল, কাপাসিয়া, গাজীপুর
  ০১ জানুয়ারি ২০২৫, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি
এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রশ্ন: প্রস্বেদন প্রক্রিয়ায় পাতার কোন অংশের বায়ু পানির সঙ্গে মিশে?

উত্তর : বায়ুকুঠুরি

প্রশ্ন: বায়বীয় অঙ্গের ভিত্তিতে প্রস্বেদন কয় ভাগে বিভক্ত?

উত্তর : ৩ ভাগে

প্রশ্ন: কোষরস কাকে বলে?

উত্তর : উদ্ভিদ কোষে উপস্থিত খনিজ পদার্থ মিশ্রিত যে পানি তাকে কোষরস বলে।

প্রশ্ন: কোলেস্টেরল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়?

উত্তর : কোলেস্টেইন

প্রশ্ন: কিউটিকল কাকে বলে?

উত্তর : পাতার উপর ও নিচের কিউটিনের আবরণকে কিউটিকল বলে।

প্রশ্ন: রক্তরসের রং কেমন?

উত্তর : ঈষৎ হলুদাভ

প্রশ্ন: নারীর রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে ঐউখ-এর আদর্শ মান কত?

উত্তর : ০.৯০-১.৬৮

প্রশ্ন: সাধারণত রক্তের কতভাগ রক্তরস?

উত্তর : ৫৫ ভাগ

প্রশ্ন: রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত?

উত্তর : ৮-৯%

প্রশ্ন: রক্তরস কাকে বলে?

উত্তর : রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে।

প্রশ্ন: নারীর রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে ঐউখ-এর আদর্শ মান কত?

উত্তর : ০.৯০-১.৬৮

প্রশ্ন: মানবদেহে কত প্রকার রক্তকণিকা দেখা যায়?

উত্তর : ৩ প্রকার

প্রশ্ন: রক্তকণিকার জন্ম কোথায়?

উত্তর : লাল অস্থিমজ্জায়

প্রশ্ন: একই দিনে জন্ম নেওয়া একটা শ্বেত কণিকার চেয়ে একটা লোহিত কণিকা কতদিন বেশি বাঁচে?

উত্তর : ১০০ দিন

প্রশ্ন: প্রতি কিউবিক মিলিমিটার রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত?

উত্তর : ৫-১০ হাজার

প্রশ্ন: প্রতি কিউবিক মিলিমিটারে পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?

উত্তর : প্রায় ৫০ লাখ

প্রশ্ন: শ্বেত রক্তকণিকার চেয়ে লোহিত রক্তকণিকার সংখ্যা কত গুণ বেশি?

উত্তর : প্রায় ৫০০ গুণ

প্রশ্ন: প্রতি কিউবিক মিলিমিটারে অণুচক্রিকার সংখ্যা কত?

উত্তর : প্রায় ২ লাখ ৫০ হাজার

প্রশ্ন: অস্থিমজ্জা থেকে কী রক্তকণিকা উৎপন্ন হয়?

উত্তর : লোহিত ও শ্বেত কণিকা

প্রশ্ন: রক্ত কোষের ক্যানসারকে কী বলে?

উত্তর : লিউকেমিয়া

প্রশ্ন: মৃত শ্বেত রক্তকণিকা কিসে পরিণত হয়?

উত্তর : পুঁজ

প্রশ্ন: রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কী হয়?

উত্তর : লিউকোমিয়া

প্রশ্ন: ফ্যাগোসাইটিসিস কাকে বলে?

উত্তর : শ্বেত রক্তকণিকার জীবাণু ভক্ষণের প্রক্রিয়াকে ফ্যাগোসাইটিসিস বলে।

প্রশ্ন: কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিভাগ করেন?

উত্তর : কার্ল ল্যান্ড স্টেইনার

প্রশ্ন: নাড়িঘাত চাপ কী?

উত্তর : উচ্চ রক্তচাপ ও নিু রক্তচাপের পার্থক্যকে নাড়িঘাত চাপ বলে।

প্রশ্ন: বিজ্ঞানী কার্লল্যান্ড স্টেইনার কত সালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন?

উত্তর : ১৯০১ সালে

প্রশ্ন: স্ট্রোক কী?

উত্তর : মস্তিষ্কের কোনো অংশের শিরা বা ধমনি ছিঁড়ে যাওয়ার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার অবস্থাকে স্ট্রোক বলে।

প্রশ্ন: প্রোটোপস্নাজমের শতকরা কত ভাগ পানি?

উত্তর : ৯০%

প্রশ্ন: একজন সুস্থ মানুষ একবারে কত মিলি রক্ত দিতে পারে?

উত্তর : ৪৫০ মিলি

প্রশ্ন: মানুষের দেহে প্রতি সেকেন্ডে কতটি লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়? উত্তর : ২০ লাখ

প্রশ্ন: হৃৎপিন্ডের প্রাচীর কয়টি স্তর নিয়ে গঠিত?

উত্তর : ৩টি

প্রশ্ন: ডায়াস্টোল কাকে বলে?

উত্তর : হৃৎপিন্ডের প্রসারণকে ডায়াস্টোল বলে।

প্রশ্ন: বর্ষাকালে ঘরের দরজা আটকানো কষ্টকর হয় কীসের জন্য?

উত্তর : ইমবাইবিশন

প্রশ্ন: এপিকার্ডিয়াম মূলত কী দিয়ে গঠিত?

উত্তর : যোজক কলা

প্রশ্ন: ঊর্ধ্ব মহাশিরার কার্বন-ডাই-অক্সাইড সমৃদ্ধ রক্ত কীসে প্রবেশ করে?

উত্তর : ডান অলিন্দ

প্রশ্ন: হেপাটিক শিরার শোষিত রক্ত কোথায় যায়?

উত্তর : হৃৎপিন্ডে

প্রশ্ন: শিরা কাকে বলে?

উত্তর : যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিন্ডে ফিরে আসে তাদেরকে শিরা বলে।

প্রশ্ন: ব্যাপন কাকে বলে?

উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে।

প্রশ্ন: টিউনিকা মিডিয়া কোথায় পাওয়া যায়?

উত্তর : ধমনি

প্রশ্ন: ধমনির মাঝের স্তরটিকে কী বলে?

উত্তর : টিউনিকা মিডিয়া

প্রশ্ন: সুস্থ অবস্থায় হাতের কব্জিতে পালসের মান প্রতি মিনিটে কত?

উত্তর : ৭০

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে