ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) আইএসইউ ক্যারিয়ার ক্লাব উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ৩০ ডিসেম্বর ক্লাবটির উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আবদুল আউয়াল খান। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, সম্ভব টেকনোলজিস লিমিটেডের স্ট্র্যাটেজি ও প্রজেক্টের লিড ফিরোজ উদ্দিন আহমেদ, সিনিয়র ম্যানেজার এস এম মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর ইঞ্জিনিয়ার আবদুল বাসেদ মিয়া এবং আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুলস্নাহ কৌশিক। ক্যারিয়ার ক্লাবের মডারেটর জগলুল হক মৃধাসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা।