প্রশ্ন: হিজবুলস্নাহ কোন দেশভিত্তিক সংগঠন?
উত্তর: লেবানন।
প্রশ্ন: আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন?
উত্তর: দাহির।
প্রশ্ন: হিজরতের পূর্বে যে সকল সূরা নাযিল হয়েছে সেগুলোকে কী বলে?
উত্তর: মাক্কি সূরা।
প্রশ্ন: বিজ্ঞানের কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয়?
উত্তর: পদার্থবিজ্ঞান।
প্রশ্ন: মহানবী (স.) ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন?
উত্তর: সিরিয়া।
প্রশ্ন: রক্তে হিমোগেস্নাবিনের কাজ কী?
উত্তর: অক্সিজেন পরিবহন করা।
প্রশ্ন: শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
উত্তর: থাইল্যান্ড।
প্রশ্ন: বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হলো-
উত্তর: হরিকেল।
প্রশ্ন: বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
উত্তর: বর্ধমান হাউস।
প্রশ্ন: তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন?
উত্তর: পৃথ্বিরাজ।
প্রশ্ন: সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন?
উত্তর: ১৭ বার।
প্রশ্ন: 'হুমায়ুননামা' কে লিখেছিলেন?
উত্তর: গুলবদন বেগম।
প্রশ্ন: জাপানের পার্লামেন্টের নাম কী?
উত্তর: ডায়েট।
প্রশ্ন: আমেরিকাকে "এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালি?
উত্তর: বেরিং।
প্রশ্ন: নোবেল পুরস্কার বিজয়ী 'তাওয়াক্কুল কারমান' কোন দেশের নাগরিক?
উত্তর: ইয়েমেন।
প্রশ্ন: ৮ আগস্ট ২০২৩ তারিখে দেশের ১৭তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?
উত্তর: নাটোরের কাঁচাগোলস্না।
প্রশ্ন: জাতীয় শিশু দিবস কবে?
উত্তর: ১৭ মার্চ।
প্রশ্ন: 'বঙ্গবন্ধু টানেল' উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ২৮ অক্টোবর ২০২৩।
প্রশ্ন: 'স্মার্ট বাংলাদেশ' দিবস কবে?
উত্তর: ১২ ডিসেম্বর।