শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
জানার আছে অনেক কিছু
জর্জ ওয়াশিংটন

প্রশ্ন:চশমা শিল্পের জন্য বিখ্যাত কোন দেশটি?

উত্তর: জার্মানি

প্রশ্ন:বিশ্বে কাগজ উৎপাদনকারী দেশ হিসেবে কোন দেশটির অবস্থান সবার শীর্ষে?

উত্তর: চীন।

প্রশ্ন:স্কটল্যান্ডের ড্যান্ডি কিসের জন্য বিখ্যাত?

উত্তর: পাট শিল্পের জন্য।

প্রশ্ন:তেল শোধনাগারের জন্য ইরানের কোন শহরটি বিখ্যাত?

উত্তর: আবাদান

প্রশ্ন:ঘড়ি শিল্পের জন্য পৃথিবীর বিখ্যাত সুইজারল্যান্ডের কোন শহরটি?

উত্তর: জেনেভা

প্রশ্ন:প্যাপিরাস হতে প্রথম কাগজ তৈরি হয় কোথায়?

উত্তর: মিশরে।

প্রশ্ন:ফরাসি বিজ্ঞানী নিকোলাস লুইস রবার্ট কোন জিনিস তৈরির মেশিন আবিষ্কার করেন?

উত্তর: কাগজ তৈরির মেশিন আবিষ্কার করেন

প্রশ্ন:অটোমোবাইলের (মোটর গাড়ির) জন্য যুক্তরাষ্ট্রের কোন শহর বিখ্যাত?

উত্তর: ডেট্রয়েট

প্রশ্ন:নিউজপ্রিন্ট উৎপাদনে শীর্ষ দেশ হলো-

উত্তর: চীন।

প্রশ্ন:কাচ শিল্পের জন্য পৃথিবীর শীর্ষ স্থানে রয়েছে-

উত্তর: চীন।

প্রশ্ন:ইউরোপের দুটি উলেস্নখযোগ্য পাটশিল্প কেন্দ্রের নাম কী?

উত্তর: ইতালির তুরিন ও যুক্তরাজ্যের ড্যান্ডি।

প্রশ্ন:নাইট্রেট, পটাশ ও ফসফরাস কোন শিল্পের প্রধান কাঁচামাল ?

উত্তর: রাসায়নিক সার শিল্পের

প্রশ্ন:যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জনক হলেন-

উত্তর: জর্জ ওয়াশিংটন।

প্রশ্ন:আব্রাহাম লিঙ্কন কত সালে গুপ্তঘাতক কর্তৃক নিহত হন?

উত্তর: ১৮৬৫

প্রশ্ন:'পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতি'র প্রবর্তক কে ছিলেন?

উত্তর: জোসেফ স্ট্যালিন।

প্রশ্ন:কামাল আতাতুর্ক হলেন-

উত্তর: আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা

প্রশ্ন:হিটলার ৬০ লক্ষ ইহুদিকে পরিকল্পনা মাফিক হত্যা করেন যা ইতিহাসে-

উত্তর: 'হলোকাস্ট' নামে পরিচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে