শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
  ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি
এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আম-আঁটির ভেঁপু

৩৯. সংসারে অনটনের কারণে কার একদিকে বেরিয়ে যেতে ইচ্ছে করে?

ক. হরিহরের খ. সর্বজয়ার

গ. দুর্গার ঘ.স্বর্ণ গোয়ালিনীর

উত্তর: খ. সর্বজয়ার

৪০. 'আম-আঁটির ভেঁপু' গল্পে কার কাপড়ের দু-তিন জায়গায় সেলাই করা?

ক. অপুর খ. দুর্গার

গ. সর্বজয়ার ঘ. হরিহরের

উত্তর: ক. অপুর

৪১. 'আম-আঁটির ভেঁপু'গল্পে কোন গ্রামে বামুন নেই?

ক. নিশ্চিন্দিপুরে খ. দশঘরায়

গ. বোষ্টমপাড়ায় ঘ. রায়গঞ্জে

উত্তর: খ. দশঘরায়

৪২. হরিহর দশঘরার উঠে যাওয়ার ব্যাপারে কার সাথে আলোচনা করতে চায়?

ক. ভুবন মুখুয্যের সাথে

খ. অনুদা রায়ের সাথে

গ. নীলমণি রায়ের সাথে

ঘ. মজুমদার মহাশয়ের সাথে

উত্তর: ঘ. মজুমদার মহাশয়ের সাথে

৪৩. দুর্গার আঁচলে কয়টি রড়া ফলের বিচি ছিল?

ক. বাইশটি খ. চব্বিশটি

গ. ছাব্বিশটি ঘ. আটাশটি

উত্তর: গ. ছাব্বিশটি

৪৪. রড়া ফলের বিচি খেয়ে নেওয়ার জন্য দুর্গা কাকে রাক্ষস বলেছে?

ক. রাঙি গাইকে

খ. অপুকে

গ. পটলিদের ছাগলকে

ঘ. স্বর্ণ গোয়ালিনীর গরুকে

উত্তর: ক. রাঙি গাইকে

৪৫. 'চুপড়ি' শব্দটির অর্থ কী?

ক. ছোট ঝুড়ি খ. কলসির ভাঙা টুকরো

গ. কাচের চুড়ি ঘ. বুনো গাছ

উত্তর: ক. ছোট ঝুড়ি

৪৬. 'আম-আঁটির ভেঁপু' গল্পে ব্যবহৃত 'খাপরার কুচি' কী?

ক. ইটের টুকরা

খ. কলসি-হাঁড়ি প্রভৃতির ভাঙা টুকরা

গ. ভাঙা কাচ

ঘ. নাটাফলের বীজ

উত্তর: খ. কলসি-হাঁড়ি প্রভৃতির ভাঙা টুকরা

৪৭. কোন খেলায় ব্যবহার করার উদ্দেশ্যে অপু খাপরার কুচি সংগ্রহে রেখেছিল?

ক. পদ্মা-মেঘনা খ. মেঘনা-যমুনা

গ. গঙ্গা-যমুনা ঘ. সুরমা-তিস্তা

উত্তর: গ. গঙ্গা-যমুনা

৪৮. 'দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই'- কেন?

ক. ক্ষার কাচায় ব্যস্ত

খ. মুখ আমে ভর্তি

গ. পড়াশোনায় মগ্ন

ঘ. জ্বরে মৃতপ্রায়

উত্তর: খ. মুখ আমে ভর্তি

৪৯. অপু তেল ঢেলে আনতে দুর্গার কাছে কী চাইল?

ক. তেলের ভাঁড়

খ. পিতলের বাটি

গ. নারকেলের মালা

ঘ. কাঁসার বাটি

উত্তর: গ. নারকেলের মালা

৫০. দুর্গাকে কী এনে দিলে অপু আরও একখানা আমের টুকরা পেত?

ক. নুন খ. তেল

গ. লঙ্কা ঘ. শশা

উত্তর: গ. লঙ্কা

৫১. 'সে বাঁদর কোথায়?'- সর্বজয়া কার কথা জিজ্ঞেস করেছে?

ক. দুর্গার খ. অপুর

গ. পটলির ঘ. হরিহরের

উত্তর: খ. অপুর

৫২. স্বর্ণ গোয়ালিনীকে সর্বজয়া কেন তিরস্কার করল?

ক. দুধে পানি মেশানোয়

খ. দেরি করে আসায়

গ. বাছুর আটকে রাখায়

ঘ. এক সপ্তাহ না আসায়

উত্তর: খ. দেরি করে আসায়

৫৩. 'লক্ষ্মীছাড়া বাঁদর!'- অপুকে এ কথা কে বলেছে?

ক. সর্বজয়া খ. হরিহর

গ. স্বর্ণ গোয়ালিনী ঘ. দুর্গা

উত্তর: ঘ. দুর্গা

৫৪. 'আম-আঁটির ভেঁপু' গল্পে কোন মাসের উলেস্নখ রয়েছে?

ক. কার্তিক খ. মাঘ

গ. ফাল্গুন ঘ. চৈত্র

উত্তর: ঘ. চৈত্র

৫৫. হরিহরের মতে আজকাল কাদের ঘরে লক্ষ্মী বাঁধা?

ক. ভদ্রলোকের ঘরে খ. জেলেদের ঘরে

গ. চাষাদের ঘরে ঘ. ব্রাহ্মণদের ঘরে

উত্তর: গ. চাষাদের ঘরে

৫৬. দুর্গা চুপিচুপি বাড়ি এসেছিল কেন?

ক. লুকিয়ে ভাত খেতে

খ. গোপনে একটু শুয়ে নিতে

গ. অপুকে আম খাওয়াতে

ঘ. আম লুকিয়ে রাখতে

উত্তর: খ. গোপনে একটু শুয়ে নিতে

৫৭. 'নাটাফল'বলতে কী বোঝায়?

ক. পানিফল খ. কমলালেবু

গ. করঞ্চা ফল ঘ. জামরুল

উত্তর: গ. করঞ্চা ফল

৫৮. 'কালমেঘ' উদ্ভিদটি কিসের জন্য উপকারী?

ক. যকৃতের রোগের খ. দাঁত ব্যথার

গ. মাথা ব্যথার ঘ. চুল পড়া

উত্তর: ক. যকৃতের রোগের

৫৯. 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূল প্রতিপাদ্য -

র. দুর্গা ও অপুর আনন্দিত জীবন উপাখ্যান

রর. প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের জীবন

ররর. হরিহরের সংসারের দৈন্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ক. র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। ফটিক খুব ডানপিটে স্বভাবের। সারাদিন বন-বাদাড়ে ঘুরে বেড়ানোই তার কাজ। ঘুড়ি ওড়ানো, নদীতে গোসল করা, গাছে উঠে ফল পাড়া সারাদিন এসব নিয়েই সে ব্যস্ত থাকে। বাড়ির সাথে তার শুধুখাওয়ার সম্পর্ক। ক্ষুধা লাগলে মায়ের কাছ থেকে খাবার খেয়ে আবার ছুটে যায় তার আপন ভুবনে।

৬০. উদ্দীপকের ফটিকের মাঝে 'আম-আঁটির ভেঁপং গল্পের কোন চরিত্রের প্রতিফলন ঘটেছে?

ক. অপুর খ. দুর্গার

গ. হরিহরের ঘ. সর্বজয়ার

উত্তর: খ. দুর্গার

৬১. 'আম-আঁটির ভেঁপু' গল্পের আলোকে উদ্দীপকের ফটিক চরিত্রটি-

র. প্রকৃতিঘনিষ্ঠ শৈশবকে ধারণ করে

রর. শিশুসুলভ চঞ্চলতা প্রকাশ করে

ররর. দারিদ্র্যের মাঝেও আনন্দমুখর শিশুর প্রতিরূপ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ক. র ও রর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে