রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ২১ ডিসেম্বর ২০১৯, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
মুসলিম শাসন প্রতিষ্ঠায় বাংলায় যুগের সূচনা-

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

ষষ্ঠ অধ্যায়

২৩। বাংলা রামায়নের রচিয়তা কে ?

(ক) কৃত্তিবাস

(খ) মালধর বসু

(গ) রাম নারায়ণ

(ঘ) গোবিন্দ দাস

সঠিক উত্তর: (ক) কৃত্তিবাস

২৪। আলী শাহের দুধভাই হিসেবে নিচের কোন নামটি অধিক গ্রহণযোগ্য ?

(ক) আহমদ শাহ

(খ) ফিরোজ শাহ

(গ) হাজী ইলিয়াস

(ঘ) বরবক শাহ।

সঠিক উত্তর: (গ) হাজী ইলিয়াস

২৫। তুঘরিল কার হাতে নিহত হন?

(ক) তাতার খানের

(খ) বলবনের

(গ) শের খানের

\হ(ঘ) বখতিয়ার খলজির।

সঠিক উত্তর: (খ) বলবনের

২৬। নিজ নামে মুদ্রা জারি করেন কে ?

(ক) বলবন

(খ) বাহরাম খান

(গ) সুলতান শামসুদ্দিন

(ঘ) ফখরুদ্দীন।

সঠিক উত্তর: (ঘ) ফখরুদ্দীন

২৭। বাংলার মুসলমান শাসকদের মধ্যে নৌবাহিনীর গোড়াপত্তনের ক্ষেত্রে যে শাসকের নামটি অধিক গ্রহণযোগ্য?

(ক) বীর খলজি

(খ) শিরন খলজি

(গ) মাহমুদ শাহ

(ঘ) বখতিয়ার খলজি।

সঠিক উত্তর: (ক) বীর খলজি

২৮। বখতিয়ার কর্তৃক বিহার জয়ের পর সেন সাম্রাজ্য কেমন ছিল ?

(ক) আতঙ্কে

(খ) গভীর ভীতিতে

(গ) আনন্দে

(ঘ) অস্থির।

সঠিক উত্তর: (খ) গভীর ভীতিতে

২৯। আলাউদ্দিন হোসেন শাহের সিংহাসন লাভের পূর্বে বাংলার অবস্থা কেমন ছিল?

(ক) গণতান্ত্রিক

(খ) শান্তিপূর্ণ

(গ) সুশৃঙ্খল

(ঘ) বিশৃঙ্খলাময়

সঠিক উত্তর: (ঘ) বিশৃঙ্খলাময়

৩০। মুসলিম শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলায় কোন যুগের সূচনা হয় ?

(ক) মধ্যযুগ

(খ) অন্ধকার যুগ

(গ) মুসলিম যুগ

(ঘ) আধুনিক যুগ।

সঠিক উত্তর: (ক) মধ্যযুগ

৩১। বার ভূঁইয়া কারা?

(ক) মুঘল জমিদার

(খ) মুঘল সেনাপতি

(গ) বিহারের জমিদার

(ঘ) বাংলার জমিদার

সঠিক উত্তর : (ঘ) বাংলার জমিদার

৩২। বীর খলজির সাহিত্যের অন্যতম কৃতিত্ব হলো-

(র) গৌড়ের জুমা মসজিদ নির্মাণ

(রর) সুফি ও সৈয়দদের আশ্রয় দান

(ররর) সুধীগণকে সহায়তা না দেয়া।

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ক) র ও রর

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও : নূর হোসেন দ্বিতীয়বার চেয়ারম্যান হয়ে এলাকাবাসীকে রক্ষা করার জন্য শক্তিশালী লাঠিয়াল বাহিনী এবং অনেকগুলো খাল খনন করেন। তিনি পণ্য এবং চলাচলের জন্য রাস্তা নির্মাণ করেন।

৩৩। উদ্দীপকে কোন শাসকের কর্মকান্ড ফুঠে উঠেছে?

(ক) বীর খলজি

(খ) বখতিয়ার খলজি

(গ) মাহমুদ শাহ

(ঘ) ইলিয়াস শাহ

সঠিক উত্তর: (ক) বীর খলজি

৩৪। উক্ত শাসকের আমলে ঘটেছে -

(র) ব্যবসা বাণিজ্যের উন্নতি

(রর) রাজধানী হস্তান্তর

(ররর) প্রজা নির্যাতন

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (খ) র ও রর

৩৫। ইলিয়াস শাহের স্বপ্ন কী ছিল ?

(ক) শিক্ষক হওয়া

(খ) চিকিৎসক হওয়া

(গ) সাহিত্যিক হওয়া

(ঘ) বাংলার অধিপতি হওয়া

সঠিক উত্তর: (ঘ) বাংলার অধিপতি হওয়া

৩৬। 'বুলগাকপুর ' শব্দের অর্থ কি?

(ক) শান্তির নগরী

(খ) স্বপ্নের নগরী

(গ) বিদ্রোহের নগরী

(ঘ) ফসলের নগরী

সঠিক উত্তর: (গ) বিদ্রোহের নগরী

৩৭। গিয়াসউদ্দীন আযম শাহের পর কে সিংহাসনে বসেন?

(ক) সাইফুদ্দীন হামজা শাহ

(খ) আলাউদ্দীন হোসেন শাহ

(গ) নাসির উদ্দীন মাহমুদ শাহ

(ঘ) সিকান্দার শাহ

সঠিক উত্তর : (ক) সাইফুদ্দীন হামজা শাহ

৩৮। শামসুদ্দীন আহমদ শাহের হত্যাকরী কে?

(ক) মাসুদ জনি

(খ) নাসির খান

(গ) তুঘলক খান

(ঘ) সিকান্দার শাহ

সঠিক উত্তর: (খ) নাসির খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে