শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদে শাকিব খানের 'গলুই'!

ম বিনোদন রিপোর্ট
  ৩০ ডিসেম্বর ২০২১, ০০:০০

বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল সরকারি অনুদানের আলোচিত চলচ্চিত্র 'গলুই'। এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার অনুদানের চলচ্চিত্রে নাম লিখিয়েছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী পুজা চেরী। চলচ্চিত্রটি ২০২০-২১ অর্থবছরে অনুদান পায়। নির্মাতা এস এ হক অলিক বলেন, 'সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মঙ্গলবার চলচ্চিত্রটির আনকাট ছাড়পত্র পেলাম। বোর্ডের সম্মানিত সদস্যদের প্রশংসায় ভাসলাম। কৃতজ্ঞতা জানাই টিমের সব শিল্পী-কুশলীদের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা প্রযোজক খোরশেদ আলম খসরু ভাইয়ের প্রতি স্বাধীনভাবে চলচ্চিত্রটি নির্মাণ করতে দেওয়ার জন্য।' তিনি আরও বলেন, 'এখনো ঠিক হয়নি মুক্তির তারিখ। তবে বিশেষ কোনো দিন বা উৎসবেই চলচ্চিত্রটি মুক্তি দিতে চাই। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।' নৌকার গলুই থেকেই চলচ্চিত্রটির নামকরণ করা হয়েছে 'গলুই'। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে মানুষের জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য। এর গল্পে দেখা যাবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প। শুটিং হয়েছে টাঙ্গাইল জেলা ও জামালপুরের নদীবর্তী এলাকায়। 'গলুই'-এর মুক্তি নিয়ে চলচ্চিত্রটির প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, 'বড় বাজেটের সিনেমা এটা। আমরা উৎসবে মুক্তি দিতে চাই। আপাতত আমাদের পরিকল্পনায় ঈদ।' এর আগে ভালোবাসা দিবসে কিংবা বৈশাখে চলচ্চিত্রটি মুক্তি দিতে চাইলেও সেটা এখন আর পরিকল্পনায় নেই বলেও জানান প্রযোজক। শাকিব খানের ক্যারিয়ারে সম্ভবত 'গলুই' প্রথম কোনো চলচ্চিত্র, যা এত দ্রম্নত সময়ের মধ্যে শুটিং, ডাবিং, সেন্সর ও অবশেষে ছাড়পত্র পর্যন্ত পৌঁছালো। সব মিলিয়ে প্রায় তিন মাসের মতো হবে! চলচ্চিত্রটি নিয়ে গণমাধ্যমকে শাকিব খান জানিয়েছেন, 'এ সিনেমার মাধ্যমে পর্দায় দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে। নতুনত্ব দেওয়ার জন্যই কাজটি করলাম। গল্প যেমন সুন্দর, তেমনই এ সিনেমার গানগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো। সবকিছু মিলিয়ে 'গলুই' হচ্ছে লার্জার স্কেলের সিনেমা।' শাকিব-পুজা ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে