শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আগাম জামিন পেলেন তাহসান

বিনোদন রিপোর্ট
  ২১ জানুয়ারি ২০২২, ০০:০০
আগাম জামিন পেলেন তাহসান

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকান্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানকে ৬ সপ্তাহের আগাম জামান দিয়েছেন হাইকোর্ট। তার জামিন আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তাহসান খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানজিদা খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান। এ সময় বিজ্ঞাপনের মডেল বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে সেলিব্রেটিদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন হাইকোর্ট।

এর আগে ২০২১ সালের ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে