শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে বন্ধ 'পাঠান'!

বিনোদন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

সারা বিশ্বে 'পাঠান ঝড়'-এর আঁচ যে পাকিস্তানেও লেগেছিল, সে খবর আগেই জানা হয়ে গেছে সবার। গত ২৫ জানুয়ারি শাহরুখ খান অভিনীত 'পাঠান' মুক্তির পর থেকেই পাকিস্তানে বেআইনিভাবে প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শন শুরু হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানে 'পাঠান'-এর প্রদর্শনের আয়োজন করেছিল 'ফায়ারওয়ার্কস ইভেন্টস' নামক একটি সংস্থা। কিন্তু দেশটির সেন্সর বোর্ড সে দেশে সিনেমাটির বেআইনি প্রদর্শন বন্ধে কড়া পদক্ষেপ নেয়। পাকিস্তানের সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বোর্ডের ছাড়পত্র না পেলে ব্যক্তিগত পরিসরে কোনো সিনেমার প্রদর্শন বেআইনি। অন্যথায় তিন বছরের কারাদন্ড বা এক লাখ টাকা (পাকিস্তানি মুদ্রায়) পর্যন্ত জরিমানা হতে পারে। সেন্সর বোর্ডের পক্ষ থেকে নোটিশ পাওয়ার পর 'ফায়ারওয়ার্কস ইভেন্টস' পাকিস্তানে 'পাঠান'র প্রদর্শন বন্ধ করেছে। কারণ, অন্য ভারতীয় সিনেমার মতোই পাকিস্তানে মুক্তির ছাড়পত্র পায়নি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান'। তবে প্রতিবেশী দেশে 'সিন্ধ বোর্ড অব ফিল্ম সেন্সরস'-এর পক্ষে সেই নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার! নিষেধাজ্ঞাকে এক প্রকার কাঁচকলা দেখিয়ে পাকিস্তানের প্রেক্ষাগৃহে রমরমিয়ে প্রদর্শিত হয়েছে শাহরুখের সিনেমা। হাউসফুল হয়েছে প্রেক্ষাগৃহ। 'ফায়ারওয়ার্কস ইভেন্টস'-এর আয়োজনে করাচির ডিফেন্স হাউজিং অথরিটিতে চলছিল শাহরুখ অভিনীত এই সিনেমার প্রদর্শন। টিকিটের মূল্য ধার্য করা হয়েছিল পাকিস্তানি মুদ্রায় ৯০০ টাকা।

এদিকে ভারতসহ সারা বিশ্বের বক্স অফিসে একের পর এক নজির সৃষ্টি করে চলেছে এই সিনেমা। যশরাজ ফিল্মসের ব্যানারে 'পাঠান'-এ শাহরুখের সঙ্গী হয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভাইজান

সালমান খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে