বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ফের জোভানের সঙ্গে ফারিণ

বিনোদন রিপোর্ট
  ২৮ মার্চ ২০২৩, ০০:০০
ফের জোভানের সঙ্গে ফারিণ

তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুর নির্দেশনায় এর আগে 'অতিরিক্ত' একটি নাটকে অভিনয় করে বেশ আলোচনায় এসেছিলেন সময়ের ব্যস্ত ও আলোচিত অভিনয়শিল্পী জোভান আহমেদ ও তাসনিয়া ফারিণ। নাটকটি গেল বছর জুলাই মাসে দীপ্ত টিভিতে প্রচারিত হয়েছিল। নাটকটিতে অভিনয়ের জোভান ও ফারিণ 'দীপ্ত টিভি অ্যাওয়ার্ড'-এ ভূষিত হয়েছিলেন। পরিচালক রাফাত মজুমদার রিংকুও পরিচালক হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আবারও জোভান ও ফারিণকে নিয়ে রাফাত মজুমদার রিংকু নির্মাণ করেছেন নাটক 'নো মোর'। নাটকটি রচনা করেছেন মুনতাহা বৃত্তা। তিনি 'অতিরিক্ত' নাটকটিও রচনা করেছিলেন। এবার 'নো মোর' নাটকটি নির্মিত হয়েছে 'রঙ্গন' মিউজিক'র ব্যানারে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারহান আহমেদ জোভান বলেন,' নো মোর-নাটকটির গল্প মূলত দু'জন ছেলেমেয়ের গল্প। প্রথম দৃশ্যেই দেখা যায় যে, ছেলেটি পাঠাও সার্ভিসের সঙ্গে সম্পৃক্ত। মেয়েটি ব্যাগ হাতে নিয়ে ঢাকা শহরে আসে। মেয়েটা যে ছেলের জন্য আসে। সে নিতে আসে না। তো, আমি মেয়েটিকে সঙ্গ দেই। এগিয়ে যায় নাটকের গল্প। খুব সুন্দর একটি গল্পের নাটক এটি। প্রেম বা রোমান্সের গল্প নয়। আমার কাছে ভীষণ ভালোলে গেছে নাটকটিতে অভিনয় করে। ফারিণের শুরুটা বলতে গেলে আমাদের সঙ্গেই। অনেক ভালো ভালো গল্পের নাটকে কাজ করে ফারিণ নিজেকে অনেক ভালো একটি অবস্থানে নিয়ে গেছে। তার এই অবস্থান দেখে আমার, আমাদের সবারই আসলে ভালো লাগে।' পরিচালক রাফাত মজুমদার রিংকু বলেন, 'এর আগে আমার নির্দেশনায় জোভান ও ফারিণ অতিরিক্ত নাটকে অভিনয় করেছিলেন। এ নাটকের জন্য অনেক সাড়া পেয়েছিলাম। আমরা তিনজন একইসঙ্গে দীপ্ত টিভি সম্মাননা পেয়েছিলাম। যথারীতি এই নাটকটিরও গল্প জীবনধর্মী গল্প। অনেক যত্ন নিয়ে নির্মাণের চেষ্টা করেছি। জোভান এবং ফারিণ দু'জনই অভিনয়ে দুর্দান্ত। দু'জনই মন দিয়ে অভিনয় করেছেন। আশা করছি, এ নাটকটিও দর্শকের ভালো লাগবে।' আসছে ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এরই মধ্যে জোভান ও ফারিণ অভিনীত 'দিস ইজ ওয়াইফ' নাটকটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ নাটকটি নির্মাণ করেছেন হাসিব হোসেন রাখি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে