শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার 'মিসেস আন্ডারকভার'

তারার মেলা ডেস্ক
  ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০
রাধিকা আপ্তে

তার দর্শক আছে। বাঙালি দর্শক তাকে চিনেছিল 'অন্তহীন' ছবিতে। এতে অন্য ধরনের একটি চরিত্রে অভিনয় করে খুব সহজেই নজর কাড়েন এই তন্বী তরুণী। সাহসী দৃশ্যেও অভিনয় করেছেন একাধিকবার। ১৮ বছরের ক্যারিয়ারে নিজেকে নানাভাবে মেলে ধরেছেন মারাঠি অভিনেত্রী রাধিকা আপ্তে। কিন্তু বেশ কিছু দিন ধরে সময়টা ভালো যাচ্ছে না ৩৭ বছর বয়সি এই নায়িকার। বিশেষ করে করোনার পর বদলে যেতে থাকে তার ব্যস্ততা। হাতে আগের মতো ছবি নেই, তবু বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তেকে নিয়ে আলোচনা হয়। কখনো কখনো তাকে ঘিরে দানাবাঁধে বিতর্ক। কখনো তার সাহসী ছবি, কখনো নগ্ন ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ঝড় তোলে। কিছু দিন আগে তাকে একটি ছবিতে চূড়ান্ত করার পর বাদ দেওয়া হয়েছে। প্রযোজকের অভিযোগ, রাধিকার শারীরিক সৌন্দর্য নারীসুলভ নয়। এমনকি তার ঠোঁটটাও অন্য নায়িকাদের মতো ফোলা ও মোটা নয়। নির্মাতার ভাষ্য, দর্শক ভরাট ঠোঁট ও বুক পছন্দ করেন। এ কারণেই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে রাধিকাকে। শোনা যাচ্ছিল, দর্শকের চাহিদা মেটাতে কৃত্রিম উপায়ে কিংবা পস্নাস্টিক সার্জারির মাধ্যমে নিজের শরীরের আমূল পরিবর্তন আনবেন তিনি। কিন্তু এক সাক্ষাৎকারে সব কিছু গুজব বলে উড়িয়ে দিয়ে এই অভিনেত্রী জানান, এখন পর্যন্ত অভিনয়তেই নিজেকে ভালো থেকে আরও ভালোতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। কোনো দিনই পস্নাস্টিক সার্জারি করে চেহারা আরও আকর্ষণীয় করার চেষ্টা তিনি করেননি। এসব গুজবে দয়া করে কান দেবেন না।

বলিউডে প্রথমসারির অভিনেত্রীর মধ্যে নিঃসন্দেহে বলা যায় রাধিকা আপ্তের নাম। শুধু বলিউডেই সীমাবদ্ধ নেই তিনি। বলিউডের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ময়দানেও রীতিমতো জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন রাধিকা। সাহসী অভিনেত্রী হিসেবেও বলি মহলে যথেষ্ট নামডাক রয়েছে রাধিকার। বরাবরই ভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তিনি। গ্রাম্য বধূ থেকে পুলিশ অফিসার- সব চরিত্রেই তিনি সমান মানানসই। 'মনিকা ও মাই ডার্লিং' ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।

এবার আরও একটি নতুন চরিত্র নিয়ে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। দিনে গৃহবধূ, আর রাতে সিক্রেট এজেন্ট- এমনই দুই সত্তা নিয়ে ওয়েব দুনিয়ায় ফিরছেন রাধিকা আপ্তে। নতুন এই সিনেমার নাম 'মিসেস আন্ডারকভার'। আগামী ২৮ এপ্রিল ওয়েব পস্ন্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাচ্ছে এটি। সম্প্রতি প্রকাশ পেল সিনেমাটির টিজার। নতুন এই ছবিতে রাধিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন টলিউড অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। রাধিকার চরিত্র দুর্গার স্বামীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে তাকে। টিজারে রাধিকাকে ঘর সামলাতে দেখা যাচ্ছে। কিন্তু এই রাধিকাই আবার রাতের অন্ধকারে হয়ে উঠছে সিক্রেট এজেন্ট।

টিজার দেখে মনে হচ্ছে ছবিতে রাধিকার বেশ কিছু অ্যাকশন দৃশ্য দেখা যাবে। আবার অভিনেত্রী যখন গৃহবধূর ভূমিকায় তখন বেশ অগোছালো এবং সেই সময় কমেডির উপাদান বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে। সাহেব ছাড়াও এ ছবিতে আরও একাধিক বাংলা সিনেমা-সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রীদের দেখা যাবে। থাকছেন সুমিত ব্যাসও। টিজারে দুর্গার শ্বশুর হিসেবে দেখা গেছে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে। রোশনি ভট্টাচার্য, অমৃতা চট্টোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

অনুশ্রী মেহতা পরিচালিত এই সিনেমা নিয়ে রাধিকা আপ্তে বলেন, 'এই সিনেমা নিয়ে আমার অনেক প্রত্যাশা। সত্যি বলতে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু এরকম একইসঙ্গে দুই চরিত্রে কাজ করিনি। এখানে দিনে একজন সাধারণ গৃহিণী হয়ে সংসারের যাবতীয় কাজ কর্ম করি, কিন্তু রাতে আমার রূপ বদলে যায়। মনিকা ও মাই ডার্লিং ছবিতে ফাটাফাটি একটা পারফরমেন্স দেওয়ার পর আবারও একটি ভিন্ন ধারার গল্প ও চরিত্র নিয়ে আসছি দর্শকের মাঝে। এখানে মিশে আছে টুইস্ট, আছে গুপ্তচরবৃত্তি।

আশা করি, সিনেমাটি দেখে দর্শক খুব মজা পাবে।'

হিন্দি সিনেমা এবং ওয়েব সিরিজ দিয়ে দর্শক-সমালোচকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন রাধিকা আপ্তে। কিন্তু দুই বছর ধরে অভিনয়ে অনিয়মিত এ অভিনেত্রী। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'বলিউড সংস্কৃতি'র সঙ্গে মানিয়ে নিতে পারছেন না তিনি। এবার রাধিকা হিন্দি সিনেমা নিয়ে আরও কিছু কথা বলেছেন। কম কাজ করা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, 'আমি যে কাজগুলো পছন্দ করব, কেবল সেগুলোই করতে চাই। এমন কাজ করতে চাই, যেগুলো করে নিজের আনন্দ হবে, কেবল করার জন্য করা নয়। গত দুই বছরে অনেক প্রস্তাব এসেছে, কিন্তু আমি 'না' বলে দিয়েছি। এ ছাড়া আমি নিজেকে যথেষ্ট সময় দিতে চাই। কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটা সাম্যাবস্থা রাখতে চাই। কোভিডের আগ পর্যন্ত ভীষণ চাপ নিয়ে কাজ করেছি। বলা যায়, বিমানবন্দর থেকেই দৌড়ে সেটে গেছি। কিন্তু এখন সচেতনভাবেই কাজ কমিয়ে দিয়েছি। ব্যক্তিগত জীবন ও নিজের স্বাস্থ্য নিয়ে মনোযোগী হয়েছি।'

ভারতে ওটিটিতে সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন রাধিকা। তারপর আরও অনেকেই স্ট্রিমিং সাইটগুলোয় কাজ করে আলোচিত হচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এখন দুর্দান্ত সব অভিনয় শিল্পী দারুণ সব চরিত্রে অভিনয় করছে। এটা কিন্তু আগে দেখা যেত না। অনেক নারীপ্রধান চরিত্র লেখা হচ্ছে। এটা শিল্পীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সব ক্ষেত্রে কাজ করার আত্মবিশ্বাস আছে। মঞ্চে অভিনয়ের সময় আমি রীতিমতো দাপিয়ে বেড়াই। তবে অভিনয় ছাড়া কোনো পুরস্কার নেওয়া বা দেওয়ার সময় মঞ্চে যেতে আমার ভীষণ ভয় করে। তখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। মনে হয়, মঞ্চে পা রাখার আগেই অজ্ঞান হয়ে যাব।'

\হম তারার মেলা ডেস্ক

তার দর্শক আছে। বাঙালি দর্শক তাকে চিনেছিল 'অন্তহীন' ছবিতে। এতে অন্য ধরনের একটি চরিত্রে অভিনয় করে খুব সহজেই নজর কাড়েন এই তন্বী তরুণী। সাহসী দৃশ্যেও অভিনয় করেছেন একাধিকবার। ১৮ বছরের ক্যারিয়ারে নিজেকে নানাভাবে মেলে ধরেছেন মারাঠি অভিনেত্রী রাধিকা আপ্তে। কিন্তু বেশ কিছু দিন ধরে সময়টা ভালো যাচ্ছে না ৩৭ বছর বয়সি এই নায়িকার। বিশেষ করে করোনার পর বদলে যেতে থাকে তার ব্যস্ততা। হাতে আগের মতো ছবি নেই, তবু বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তেকে নিয়ে আলোচনা হয়। কখনো কখনো তাকে ঘিরে দানাবাঁধে বিতর্ক। কখনো তার সাহসী ছবি, কখনো নগ্ন ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ঝড় তোলে। কিছু দিন আগে তাকে একটি ছবিতে চূড়ান্ত করার পর বাদ দেওয়া হয়েছে। প্রযোজকের অভিযোগ, রাধিকার শারীরিক সৌন্দর্য নারীসুলভ নয়। এমনকি তার ঠোঁটটাও অন্য নায়িকাদের মতো ফোলা ও মোটা নয়। নির্মাতার ভাষ্য, দর্শক ভরাট ঠোঁট ও বুক পছন্দ করেন। এ কারণেই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে রাধিকাকে। শোনা যাচ্ছিল, দর্শকের চাহিদা মেটাতে কৃত্রিম উপায়ে কিংবা পস্নাস্টিক সার্জারির মাধ্যমে নিজের শরীরের আমূল পরিবর্তন আনবেন তিনি। কিন্তু এক সাক্ষাৎকারে সব কিছু গুজব বলে উড়িয়ে দিয়ে এই অভিনেত্রী জানান, এখন পর্যন্ত অভিনয়তেই নিজেকে ভালো থেকে আরও ভালোতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। কোনো দিনই পস্নাস্টিক সার্জারি করে চেহারা আরও আকর্ষণীয় করার চেষ্টা তিনি করেননি। এসব গুজবে দয়া করে কান দেবেন না।

বলিউডে প্রথমসারির অভিনেত্রীর মধ্যে নিঃসন্দেহে বলা যায় রাধিকা আপ্তের নাম। শুধু বলিউডেই সীমাবদ্ধ নেই তিনি। বলিউডের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ময়দানেও রীতিমতো জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন রাধিকা। সাহসী অভিনেত্রী হিসেবেও বলি মহলে যথেষ্ট নামডাক রয়েছে রাধিকার। বরাবরই ভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তিনি। গ্রাম্য বধূ থেকে পুলিশ অফিসার- সব চরিত্রেই তিনি সমান মানানসই। 'মনিকা ও মাই ডার্লিং' ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।

এবার আরও একটি নতুন চরিত্র নিয়ে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। দিনে গৃহবধূ, আর রাতে সিক্রেট এজেন্ট- এমনই দুই সত্তা নিয়ে ওয়েব দুনিয়ায় ফিরছেন রাধিকা আপ্তে। নতুন এই সিনেমার নাম 'মিসেস আন্ডারকভার'। আগামী ২৮ এপ্রিল ওয়েব পস্ন্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাচ্ছে এটি। সম্প্রতি প্রকাশ পেল সিনেমাটির টিজার। নতুন এই ছবিতে রাধিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন টলিউড অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। রাধিকার চরিত্র দুর্গার স্বামীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে তাকে। টিজারে রাধিকাকে ঘর সামলাতে দেখা যাচ্ছে। কিন্তু এই রাধিকাই আবার রাতের অন্ধকারে হয়ে উঠছে সিক্রেট এজেন্ট।

টিজার দেখে মনে হচ্ছে ছবিতে রাধিকার বেশ কিছু অ্যাকশন দৃশ্য দেখা যাবে। আবার অভিনেত্রী যখন গৃহবধূর ভূমিকায় তখন বেশ অগোছালো এবং সেই সময় কমেডির উপাদান বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে। সাহেব ছাড়াও এ ছবিতে আরও একাধিক বাংলা সিনেমা-সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রীদের দেখা যাবে। থাকছেন সুমিত ব্যাসও। টিজারে দুর্গার শ্বশুর হিসেবে দেখা গেছে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে। রোশনি ভট্টাচার্য, অমৃতা চট্টোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

অনুশ্রী মেহতা পরিচালিত এই সিনেমা নিয়ে রাধিকা আপ্তে বলেন, 'এই সিনেমা নিয়ে আমার অনেক প্রত্যাশা। সত্যি বলতে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু এরকম একইসঙ্গে দুই চরিত্রে কাজ করিনি। এখানে দিনে একজন সাধারণ গৃহিণী হয়ে সংসারের যাবতীয় কাজ কর্ম করি, কিন্তু রাতে আমার রূপ বদলে যায়। মনিকা ও মাই ডার্লিং ছবিতে ফাটাফাটি একটা পারফরমেন্স দেওয়ার পর আবারও একটি ভিন্ন ধারার গল্প ও চরিত্র নিয়ে আসছি দর্শকের মাঝে। এখানে মিশে আছে টুইস্ট, আছে গুপ্তচরবৃত্তি।

আশা করি, সিনেমাটি দেখে দর্শক খুব মজা পাবে।'

হিন্দি সিনেমা এবং ওয়েব সিরিজ দিয়ে দর্শক-সমালোচকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন রাধিকা আপ্তে। কিন্তু দুই বছর ধরে অভিনয়ে অনিয়মিত এ অভিনেত্রী। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'বলিউড সংস্কৃতি'র সঙ্গে মানিয়ে নিতে পারছেন না তিনি। এবার রাধিকা হিন্দি সিনেমা নিয়ে আরও কিছু কথা বলেছেন। কম কাজ করা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, 'আমি যে কাজগুলো পছন্দ করব, কেবল সেগুলোই করতে চাই। এমন কাজ করতে চাই, যেগুলো করে নিজের আনন্দ হবে, কেবল করার জন্য করা নয়। গত দুই বছরে অনেক প্রস্তাব এসেছে, কিন্তু আমি 'না' বলে দিয়েছি। এ ছাড়া আমি নিজেকে যথেষ্ট সময় দিতে চাই। কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটা সাম্যাবস্থা রাখতে চাই। কোভিডের আগ পর্যন্ত ভীষণ চাপ নিয়ে কাজ করেছি। বলা যায়, বিমানবন্দর থেকেই দৌড়ে সেটে গেছি। কিন্তু এখন সচেতনভাবেই কাজ কমিয়ে দিয়েছি। ব্যক্তিগত জীবন ও নিজের স্বাস্থ্য নিয়ে মনোযোগী হয়েছি।'

ভারতে ওটিটিতে সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন রাধিকা। তারপর আরও অনেকেই স্ট্রিমিং সাইটগুলোয় কাজ করে আলোচিত হচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এখন দুর্দান্ত সব অভিনয় শিল্পী দারুণ সব চরিত্রে অভিনয় করছে। এটা কিন্তু আগে দেখা যেত না। অনেক নারীপ্রধান চরিত্র লেখা হচ্ছে। এটা শিল্পীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সব ক্ষেত্রে কাজ করার আত্মবিশ্বাস আছে। মঞ্চে অভিনয়ের সময় আমি রীতিমতো দাপিয়ে বেড়াই। তবে অভিনয় ছাড়া কোনো পুরস্কার নেওয়া বা দেওয়ার সময় মঞ্চে যেতে আমার ভীষণ ভয় করে। তখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। মনে হয়, মঞ্চে পা রাখার আগেই অজ্ঞান হয়ে যাব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে