বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

অক্ষয়ের সঙ্গে অভিনয় করবেন না রানী

বিনোদন ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
অক্ষয়ের সঙ্গে অভিনয় করবেন না রানী

অক্ষয় কুমার এবং রানী মুখার্জি- বলিউডের দুই প্রভাবশালী তারকা। এই দুই তারকা প্রায় তিন দশক সময় পার করে ফেলেছেন হিন্দি সিনেমায়। ক্যারিয়ারে নানা চড়াই-উৎরাই পার করে নিজ নিজ জায়গা পাকাপোক্ত করেছেন দু'জনেই। পৌঁছে গেছেন জনপ্রিতার শীর্ষে। কিন্তু এত বছর একই ইন্ডাস্ট্রিতে থেকেও একসঙ্গে পর্দায় হাজির হননি তারা। একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি অক্ষয় এবং রানীর। এর পেছনে রয়েছে দুই তারকার ঠান্ডা এক লড়াই।

রানী যখন হিন্দি সিনেমায় কাজ করা শুরু করেন, তখন তার কাছে অক্ষয়ের 'খিলাড়ি ও কা খিলাড়ি' সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান তিনি। রানী প্রথমে সিনেমায় কাজ করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু পরে অভিনেতার নাম শুনে তিনি পিছিয়ে যান। মূলত অক্ষয়ের বিপরীতে অভিনয় করতে হবে শুনেই রানী নিজেকে সরিয়ে নেন। পরবর্তীতে রাভিনা ট্যান্ডনকে ওই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই সিনেমা মুক্তির তিন বছর পর মুক্তি পায় তনুজা চন্দ্র পরিচালিত 'সংঘর্ষ'। এতেও অক্ষয়ের বিপরীতে কাজ করতে আপত্তি জানান রানী মুখার্জি। 'সংঘর্ষ' মুক্তির পরেও আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে উভয় তারকার মাঝে। তিন বছর পর 'আওয়ারা পাগল দিওয়ানা' মুক্তি পায়। এই সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন বিক্রম ভাট। অক্ষয় এই সিনেমায় অভিনয় করেন। অক্ষয় পরে জানতে পারেন যে, নায়িকার চরিত্রে বিক্রম প্রথমে রানীকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রানী সে প্রস্তাবও ফিরিয়ে দেন। অক্ষয়ের বুঝতে আর দেরি হয়নি যে, তার কারণেই রানী এই সিনেমাটিরও প্রস্তাব ফিরিয়েছেন রানী। সিদ্ধান্ত নেন রানীর সঙ্গে তিনি কাজ করবেন না। সেই সুযোগ পেয়েও যান অভিনেতা। তিনটি সিনেমা পরপর ফ্লপ হয়ে রানী যখন ক্যারিয়ারের বাজে সময় পার করেন, তখনই সুযোগটা কাজে লাগান অক্ষয়। রানীর স্বামী আদিত্য চোপড়া অক্ষয় ও রানীকে নিয়ে একটা সিনেমা বানানোর পরিকল্পনা করায় বাধা হয়ে দাঁড়ান অক্ষয়। মুখের উপর 'না' বলে দেন তিনি।

কিন্তু কেন তারা একসঙ্গে কাজ করেননি? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, ক্যারিয়ারের শুরুতে দুই তারকার মধ্যে যে অদৃশ্য লড়াই চালু হয়, সেই লড়াইয়ে আর ইতি টানেননি অক্ষয়। প্রায় তিন দশক হিন্দি সিনেমায় কাজ করেও পর্দায় একসঙ্গে হাজির হননি তারা। তবে ব্যক্তি সম্পর্ক ঠিক রেখেছেন উভয়েই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে