বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু

বিনোদন রিপোর্ট
  ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর আর সংসার জীবনের ৮ বছরের মাথায় এসে জোড়া সুখবর দিলেন সুমাইয়া শিমু। ৮ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যমজ পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী। গুলশানের বাসায় মা ও দুই নবজাতক ভালো আছেন।

২০১৫ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন শিমু। এরপর থেকে অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দেন। এরপর ২০১৭ সালে রিলিফ ইন্টারন্যাশনালের শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেন শিমু। এরপর ২০২২ সালে নারীদের জন্য কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য তথ্যপ্রযুক্তি বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য 'বেটার ফিউচার ফর ওমেন' নামে একটি সংস্থা চালু করেছেন তিনি। কর্মহীন ও মানবেতর জীবন কাটাচ্ছেন এ রকম নারীদের সহযোগিতায় সংস্থাটি কাজ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে