শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

আসছে মাসুদ রানা সিরিজের 'চিতা'

বিনোদন রিপোর্ট
  ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
আসছে মাসুদ রানা সিরিজের 'চিতা'

প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। মাসুদ রানাকে নিয়ে সিনেমাও হয়েছে। সেই সাদাকালো যুগে মাসুদ রানা হয়ে পর্দায় হাজির হয়েছেন ড্যাশিং হিরো সোহেল রানা। গেল বছর এ বি এম সুমন এসেছেন এ চরিত্রে এমআরনাইন সিনেমায়। বিগ বাজেটের এ সিনেমা বানায় জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি আবারও নতুন গল্প নিয়ে মাসুদ রানাকে হাজির করতে যাচ্ছে। এবার তারা বেছে নিয়েছে কাজী আনোয়ার হোসেনের 'চিতা' গল্পটি। শুধু তাই নয় এ সিনেমার সংলাপ ও চিত্রনাট্য লিখবেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সম্প্রতি এ সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি। আব্দুল আজিজ বলেন, দেশবরেণ্য লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্টি মাসুদ রানা সিরিজের 'অপারেশন চিতা' গল্প অবলম্বনে জাজের পরবর্তী চলচ্চিত্র 'চিতা'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে