শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

মাহীর রহস্যঘন স্ট্যাটাস

বিনোদন রিপোর্ট
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মাহীর রহস্যঘন স্ট্যাটাস
মাহীর রহস্যঘন স্ট্যাটাস

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহীর সময়টা ভালো যাচ্ছে না। অনেক স্বপ্ন নিয়েই হয়তো একজন ব্যবসায়ী স্বামীকে ছেড়ে আরেক রাজনীতিককে বিয়ে করেছিলেন। নিজেও থিতু হতে চেয়েছিলেন রাজনীতির মাঠে। স্বপ্ন দেখেছিলেন সরাসরি জাতীয় সংসদ সদস্য হওয়ার। প্রথমে দাঁড়াতে চেষ্টা করেন নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ এলাকার উপনির্বাচনে। প্রথম ধাক্কাটি খান সেখানেই। এরপর আবার চেষ্টা করেছিলেন নৌকা প্রতীকে নির্বাচনের লড়ার। প্রতীক পেতে এখানেও ব্যর্থ হন। পরে স্বতন্ত্র 'ট্রাক' প্রতীকে লড়েন। হারেন তো বটেই জামানতও হারান। কোনো কাজেই আসেনি তার 'অগ্নিকন্যা'খ্যাত তারকা ইমেজ। হাল ছাড়েননি তারপরও। ভেবেছিলেন অন্তত 'সংরক্ষিত আসন' থেকে মনোনয়ন পাবেন। আর এখানে তিনি তো বটেই যে এক ডজনের বেশি শোবিজ তারকা এই সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেছিলেন তারাসহ তাদের সকলেরই সেই স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যায়।

এভাবে রাজনীতির মাঠে একের পর এক ব্যর্থতার পর সর্বশেষ বিচ্ছেদের খবর দিয়ে আরেকটি কষ্টের অধ্যায় শুরু করলেন তিনি। এক ভিডিও বার্তায় বিচ্ছেদের ঘোষণা দেন মাহী। সেই বার্তার প্রায় এক সপ্তাহ পর তিনি নিজের একাকিত্বের কথা জানালেন।

1

বুধবার দিবাগত রাত ৩টায় নিজের ফেসবুক ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন- 'একা একা লাগে।'

এর আগে গত ১৬ ফেব্রম্নয়ারি মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহী। ৮ মিনিটের বেশি সময়ের একটি ভিডিওতে তিনি জানান, কিছু দিন হলো তারা আলাদা থাকছেন। খুব দ্রম্নত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

তিনি বলেন, 'আমি আর রাকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, আমরা আসলে দুজন দুজনের জন্য 'না'। সে খুব ভালো একজন মানুষ। খুবই পরোপকারী একজন মানুষ। খুবই কেয়ারিং একজন মানুষ। এই পর্যন্ত যতগুলো দিন আমি কাটিয়েছি। সে আমার অনেক যত্ন নিয়েছে, অনেক টেক কেয়ার করেছে, আমার পুরো পরিবারের মানুষকে সম্মান করেছে। যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে। সবসময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল।'

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে।

সেই ভিডিওবার্তায় ছেলে ফারিশকে নিয়ে অভিনেত্রী বলেন, আমার ছেলেকে নিয়েও আপনারা অনেকে খারাপ কমেন্টস করেন, সেগুলো দেখে মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। কোনো বাচ্চাকে নিয়ে এমন খারাপ কমেন্টস করবেন না, সে যেমনি হোক না কেন দেখতে।

এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহী। ৫ বছর সংসার করার পর ২০২১ সালের ২২ মে বিয়ের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি। তার আগে অবশ্য রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে